বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে হাসপাতাল ও আবাসিক ভবনে অগ্নিকা-ে নিহত ২৬


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৬

fire-7593-550x363

ডেস্ক রিপোর্ট  :

ভারতের ওড়িশার ভুবনেশ্বরের একটি হাসপাতালে আগুনে পুড়ে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০০ জনের মতো। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুবনেশ্বরের সাম হাসপাতালে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

এদিকে আজ মঙ্গলবার ভোরে মুম্বাইয়ে একটি অভিজাত আবাসিক বহুতল ভবনে আগুন লেগে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় দক্ষিন মুম্বাইয়ের ২১ তলা মেকার টাওয়ারে দুটি ফ্লাট ধংস হয়েছে গেছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়। এসময় এক শিশুসহ ১১জন উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

হিন্দি দৈনিক জাগরণের খবরে বলা হয়, ভুবনেশ্বরের হাসপাতালে অগ্নিকা-ের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।  ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকা-ের সময় কমপক্ষে ৫০০ রোগী হাসপাতালে ছিলেন।অনেক রোগীকে উদ্ধার করে অন্যান্য হাসপাতালে নেয়া হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ভুবনেশ্বর ফায়ার সার্ভিসের ডিজিপি বিনয় বেহেরা জানান, হাসপাতালের তিনতলায় অবস্থিত ডায়ালাইসিস ওয়ার্ডে আগুনের সূত্রপাত। এই ওয়ার্ডে ৩০ জন রোগী ছিলেন। তাদের প্রত্যেকের অবস্থা গুরুতর হওয়ায় কেউই ঘটনা টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ডের বাইরে বেরতে পারেননি।

তিনি বলেন, যতক্ষণে তাদের উদ্ধার করা শুরু হয়েছে ততক্ষণে আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেক রোগীই মারা যান। তার উপর ওই ওয়ার্ড থেকে আগুন তিনতলার অন্য ওয়ার্ডেও দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অন্য ওয়ার্ডের রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের বাঁচাতে অনেকেই তিনতলার জানালা দিয়ে ঝাঁপ দেন।

হাসপাতালের ডেপুটি সুপারিটেন্ডেন্ট বাসন্তী পাল বলেন, কীভাবে আগুন লাগলো তা দমকল তদন্ত করে জানাবে। এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। তবে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত স্টাফ রোগীদের উদ্ধারকার্যে হাত লাগান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভুবনেশ্বরের পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া বার্তা বলেন, ‘ অগ্নিকা-ে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, অগ্নিকা-ে নিহতের সংখ্যা ২৪। পরবর্তী সময়ে খবরে সংশোধনী আনা হয়।

এদিকে ঘটনার পর টুইট করে গভীর শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে কলকাতার এএমআরআই হাসপাতালের ভয়াবহ অগ্নিকা- ঘটে। ওই সময় হাসপাতালের ৮৫ জন রোগীসহ প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি