শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজধানীর বিষাক্ত বাতাসে আক্রান্ত হচ্ছে গর্ভের শিশুও


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৬

bayu-duson-550x367

পূর্বাশা ডেস্ক:

দূষিত হয়ে পড়েছে রাজধানীর বাতাস। দূষণের শিকার হচ্ছে মায়ের গর্ভে থাকা শিশুরাও। স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মে আক্রান্ত হচ্ছে নিউমনিয়া, হাঁপানী, শ্বাসকষ্ট এবং ফুসফুসের জটিল সব রোগে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণ প্রতিরোধ করা না গেলে রাজধানীর শিশুদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।

জন্মের দুই ঘন্টার মাথায় তৈরি পোশাক শিল্পের শ্রমিক রিনা আক্তারের শিশু সন্তানের যায়গা হয় ঢাকা শিশু হাসপাতালে। শিশুটি জন্ম থেকেই নিউমোনিয়া আক্রান্ত। সঙ্কটাপন্ন অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। অন্যদিকে ফুসফুসে সমস্যা নিয়ে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় আছে সিয়াম নামের ছয় বছরের এক শিশু। ফুসফুসের সমস্যা কেড়ে নিয়েছে তার দুরন্তপনা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন এমন অসংখ্য শিশু ভর্তি হচ্ছে। পরিসংখ্যান বলছে, চিকিৎসার জন্য যে পরিমাণ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তার ৩০ ভাগই আসছে বক্ষব্যাধির সমস্যা নিয়ে।

ঢাকা শিশু হাসপতালের শিশু বক্ষব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, বায়ু দূষণের কারণে শিশুদের নিউমনিয়া, এ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতো প্রধান তিনটি রোগ দেখা দিচ্ছে। গর্ভকালীন সময়ে যদি মা বায়ু দূষণের শিকার হন তাহলে শিশুর মারত্মক অসুবিধা হতে পারে।’

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, রাজধানীতে বায়ু দূষণের প্রতি চারজন শিশুর একজন ফুসফুসে আক্রান্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত এক দশকে রাজধানীর বাতাসে কার্বনের পরিমাণ বেড়েছে চার শতাংশের বেশি।

অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, প্রায় দুই বছর আগে যে রোগগুলো শিশুদের ছিলো না। কিন্তু বায়ু দূষণের ফলে এই রোগগুলোর প্রাদূর্ভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

একদিকে রাজধানীতে থাকা কারখানার করণে যেমন বায়ু দুষণ বাড়ছে অন্যদিকে বিষাক্ত ধোয়া ছড়াচ্ছে ঢাকার সচল গাড়ির ৭০ শতাংশ ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে।

তাই আগামী প্রজন্মকে বিষাক্ত বাতাস থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি