শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার শিমুল ইস্যুতে বিএনপিকে চীনের চিঠি !!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৬

251851_1

ডেস্ক রিপোর্ট ঃ

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বাংলাদেশে সফররত চীন এর রাষ্ট্রপতির বৈঠকে অনুমোদিত ব্যক্তি ছাড়া শিমুল বিশ্বাসের অংশগ্রহনের কারন জানতে চেয়েছে চীন। এ বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে বিএনপিকে। দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, চীনের রাষ্ট্রপতির সাথে বিএনপি চেয়ারপার্সনের অফিসিয়াল বৈঠকের আগে চীন দুতাবাস থেকে একটি তালিকা দেয়া হয়েছিলো। ওই তালিকায় বিএনপির পাঁচ জন ব্যাক্তির নাম উল্লেখ করে তাদেরকে বৈঠকে না নেয়ার জন্য বলা হয়েছিলো। তালিকায় প্রথম ব্যক্তি হিসেবে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নাম উল্লেখ করা ছিলো।

এ বিষয়ে চীনের সাথে লবিং বলয়টি খালেদা জিয়াকে অবহিতও করেন। ওই সময়ে খালেদা জিয়াও একম পোষণ করেছিলেন বলে সূত্রটি জানায়।

সূত্র জানায়, চীনের এমন মনোভাবের প্রতি আস্থা রেখে খালেদা জিয়া নিজেই বলেছিলেন- শিমুল কোন প্রটোকলেই-তো ওখানে যেতে পারবে না।

বিএনপি কূটনৈতিক শাখার সূত্রটি জানায়, চীনের ওই চিঠির পর বিএনপির পক্ষ থেকেও একটি চিঠি দিয়ে বৈঠকে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলের নামের তালিকা প্রেরন করা হয়েছিলো। সেই তালিকায় কোন আপত্তি জানানো হয়নি চীনের পক্ষ থেকেও।

কিন্তু প্রতিনিধি দলের প্রোটকলবিহীন এবং তাদের আপত্তিকৃত ব্যাক্তিই কিভাবে গুরুত্বপূর্ন ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠকের অগ্রভাগেই ছিলেন জানতে চেয়েছেন চীন। এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে গুলশান কার্যালয়ে। বিষয়টি স্বীকার করে কূটনৈতিক শাখার একজন প্রতিনিধি জানান, চিঠিটি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে পৌছানো হয়েছে। এখন তিনি কি জানাবেন তা তার বিষয়। তবে আমাদেরকে এখনো কিছু জানাননি।

তিনি জানান, সেদিন চক্রান্ত করেই বিএনপির একজন অন্যতম উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের গাড়ি আটকে দেয়া হয় পথিমধ্যে। অন্যদিকে, বৈঠকের সময় কারো কোনো অনুমতি ছাড়াই ঐ লোকটি বসে পড়েন রিয়াজ রহমানের চেয়ারে।

প্রটোকলে না মিললেও গুলশান কার্যালয়ের ক্ষমতাবান ব্যক্তি শিমুল বিশ্বাসকে উপস্থিত বিএনপি নেতারা আসন ছাড়ার কথা বলতে পারেননি। অন্যদিকে চেয়ারপার্সনও তাঁকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেননি। হয়তো তিনি তখন বিষয়টি গুরুত্ব দেননি।

চিঠির বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, চীনের রাষ্ট্রপতি আমাদের মেহমান ছিলেন। আর মেহমানের আবদার কিংবা পছন্দ-অপছন্দকে আমাদের গুরুত্ব দেয়া উচিৎ ছিলো। তাহলে এই ঝামেলা হতো না।

খোঁজ নিয়ে জানা যায়, খালেদা জিয়া ও শি চিনপিংয়ের বৈঠকে উপস্থিত বিএনপি নেতারাও নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করেছেন। বিষয়টি তাদের কাছেও খটকা লেগেছে। কারণ বৈঠকের জন্য বিএনপির পক্ষ থেকে দেওয়া তালিকায় শিমুল বিশ্বাসের নাম ছিল না।

এ বিষয়টি নিয়ে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে শীর্ষ কয়েকজন নেতা বিভিন্ন মন্তব্য করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘চীনাদের কাছে বিএনপি প্রতিনিধিদের নাম আমিই দিয়েছি; কিন্তু সেখানে শিমুল বিশ্বাসের নাম ছিল না। শিমুল কিভাবে সেখানে ঢুকেছে তা আমার জানা নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবিহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি বলতে পারব না শিমুল বিশ্বাস সেখানে কিভাবে ঢুকেছে। আমি তা খেয়াল করিনি। তবে এটা ঠিক যে এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে আগে এ ধরনের ঘটনা ঘটেনি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি