বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গ্রামে মেয়েদের ১৪ বছর বয়সে বিয়ে হওয়ায় সমস্যা প্রকটে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

capture-165

পূর্বাশা ডেস্কঃ
বাংলাদেশে প্রায় সাড়ে ৪ হাজার বিবাহিত কিশোরীর ওপর গবেষণা করেছে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে গঠিক ইমেইজ নামের একটি প্রকল্প।

ওই সকল বিবাহিত কিশোরীর জীবনে স্বাস্থ্য ও প্রজনন এবং আর্থিক বিষয়ে কতটা অধিকার পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ইমেইজের প্রকল্প পরিচালক ফারহানা জেসমিন হাসান বলেন, আমরা বাংলাদেশের তিনটি জেলার তিনটি ইউনিয়নে প্রায় সাড়ে ৪ হাজার কিশোরীর ওপরে কাজ করেছি। সেখানে দেখা গেছে ওই সকল এলাকায় প্রায় ১৪ বছরের মেয়েদের বিয়ে হয়েছে এবং তার মধ্যে অবার ১৩ থেকে ১৫ এর মধ্যে বিয়ে রয়েছে প্রায় ৬৯ ভাগ। যাদের মধ্যে ৯২ শতাংশই স্কুল থেকে ঝড়ে পড়া কিশোরী।এবং এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মেয়েদের ইতোমধ্যে একটি করে সন্তান রয়েছে এবং ২৪ শতাংশদের ২টি করে সন্তান রয়েছে।

তিনি বলেন, এদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো -তারা এখনো সবাই ঘরে বসেই বাচ্চা প্রসব করতে ইচ্ছুক। মাত্র ৪০ ভাগ কোনো হাসপাতালের সহযোগিতা নিয়ে থাকেন। বাকি ৬০ শতাংশই ঘরে প্রসব করে থাকেন এবং বেশির ভাগই বিদ্যুৎ ছাড়াই যা ওই সকল এলায় একটি বড় ধরনের সমস্যা।

এই সকল বিবাহিত কিশোরীরা পরিবারে কি ধরণের চ্যালেঞ্জের মুখে পড়ছে জবাবে তিনি বলেন, তারা পরিবারে মধ্যে সাধারণত ২টি চ্যালেঞ্জের সম্মুখিন হয়ে থাকেন। প্রথমত তাদের বিয়ের পরপরই এই সকল মেয়েদের ওপরে সংসারের অনেক কাজ চাপিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত বাচ্চা নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে একটা চাপ দৃষ্টি করা হয়। যার ফলে আমরা দেখেছি ৮৯ শতাংশ মেয়রাই খুব দ্রুতই বিয়ের পরপরই বাচ্চা নিয়ে থাকেন।

এই সকল কিশোরী নারীরা আর্থিক সহায়তা কতটা পায় পরিবারের কাছে জবাবে তিনি বলেন, এরা পরিবারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায় না। তাছাড়া এরা একাও কোথাও বের হতে পারে না। আমরা দেখেছি যে, মাত্র ২০ শতাংশ মেয়েরা একা বাহিরে বের হতে পারেন। আর যারা বাহিওে বের হতে পারে তারা তেমন কর্ম পায় না বা পেলেও করতে পারে না। ওই সকল এলাকায় আমরা মাত্র ১৯ শতাংশ মেয়েদের পেয়েছি যারা কর্মরত। এছাড়া এই সকল মেয়েদের কর্ম ক্ষমতা খুবই কম।

এই গবেষণায় যে সকল সমস্যা দেখা যাচ্ছে তার মধ্যে শহরের মেয়েরা বেশি না-কি গ্রামের উত্তরে জেসমিন হাসান বলেন, যেহেতু আমরা এই গবেষণাটি গ্রামেই করেছি সেক্ষেত্রে বলার বাহুল্য রাখে না। তা পরেও এই মুহূর্তে আমাদের কাছে গ্রামের মেয়েদেরই তথ্য বেশি রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি