মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউনেসকোর সদর দপ্তরের সামনে বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

a578d893663ba0a4ef231fb9e16c2bfc-pic-2

পূর্বাশা ডেস্ক:

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে যুক্তি প্রদর্শনের জন্য বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের ইউনেসকো সদর দপ্তরে আসার প্রাক্কালে প্যারিসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ২৭ অক্টোবর বৃহস্পতিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্যারিসের প্লেস দ্য ফন্টেনয়ে অবস্থিত জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ইউনেসকো ইতিমধ্যেই রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ও বনের জীববৈচিত্র্য ধ্বংস হবে বলে মতামত প্রকাশ করেছে।
প্যারিসে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্য রাকিব ইসলাম ও নিলয় সুমন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে প্যারিসে ইউনেসকো সদর দপ্তরের সামনে বাংলাদেশি প্রতিনিধি দলের উদ্দেশ করে বিক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, সুন্দরবন বিধ্বংসী এই প্রকল্প বাতিলের দাবিতে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি