মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

Px15-014 QUETTA: Oct15 - Workers of Anti Narcotics Force destroying the drugs and liquor during a ceremony organized by Anti Narcotics Force. ONLINE PHOTO by Ahmad Kakar

পাকিস্তানের মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের কমপক্ষে ১১ জন মারা গেছে। শনিবার পুলিশ জানায়, আরো তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাজধানী ইসলামাবাদের প্রায় ১শ ২৬ কিলোমিটার পূর্বে ঝিলাম জেলায় শুক্রবার রাতের এক পার্টিতে তারা মদপান করেছিল। জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আসিফ নেওয়াজ বলেন, ময়নাতদন্ত সম্পন্ন করার পর ১১ জনের লাশ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, অপর তিনজন এখনো আশংকাজনক অবস্থার মধ্যে রয়েছে।
নেওয়াজ জানান, এদের অধিকাংশ বয়সে তরুণ। শুক্রবার রাতে পার্টি চলাকালে তারা স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদপান করে। পুলিশ বিষাক্ত মদ সরবরাহকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানে প্রকাশ্যে মদ বিক্রি নিষিদ্ধ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি