শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুকুর মারলে সোনার মুদ্রা!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

bd045a8exd01fx4

পূর্বাশা ডেস্ক:

কুকুর মারতে পারলে সোনার মুদ্রা পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা দিলো ভারতের কেরালের সেন্ট থমাস কলেজের এক সংগঠন।

রাস্তার কুকুরের হাত থেকে নিরীহদের বাঁচাতে এমন ঘোষণা দেওয়া হলো।

কেরালে কুকুরের আক্রমণ প্রায় ডালভাত। গত চার মাসে চারজনের মৃত্যু হয়েছে। আহত ৭০০ জন। যার মধ্যে রয়েছে ১৭৫ শিশু। এ বছর এখনও পর্যন্ত কুকুরের কামড় নিয়ে কেবল সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন ৫৩ হাজার মানুষ।

অভিযোগ, কুকুর নিয়ন্ত্রণ করতে কোনও ব্যবস্থাই নেয়নি পৌরসভা বা পঞ্চায়েতগুলো। এই অবস্থায় সোনার মুদ্রার পুরস্কার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যে সমস্ত পঞ্চায়েত বা পৌরসভা সবচেয়ে বেশি কুকুর মারতে পারবে তাদের স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। সংগঠনের ১২০০ সদস্য রয়েছে। তাদের থেকে পাওয়া অনুদানের ভিত্তিতে কতগুলো সোনার মুদ্রা তৈরি দেওয়া হবে বা সেগুলোর ওজন কী হবে তা ঠিক করা হবে। এর আগেও কুকুর মারতে পুরস্কার ঘোষণা করেছিলেন রাজ্যের এক শিল্পপতি। কুকুরের কামড়ে ২০১৩ সালে ৮৮ হাজার ১৭২ জন, ২০১৪ সালে ১ লক্ষ ১৯ হাজার ১১৯ জন এবং ২০১৪ সালে ৪৭ হাজার ১৫৬ জন আহত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি