শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে প্রাথমিকে ২৪১২ শিক্ষকের পদ শূন্য, পাঠদান ব্যাহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

220161102141926
ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের ৫ জেলার ৫৩টি শিক্ষাথানায় দীর্ঘদিন ধরে ২ হাজার ৪১২টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে একদিকে যেমন বর্তমানে কর্মরত শিক্ষকদের ওপর চাপ বাড়ছে, অন্যদিকে স্কুলের শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শিক্ষকদের প্যানেল ও মামলার কারণে দীর্ঘদিন থেকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সামনে শিক্ষকদের বড় নিয়োগ আসছে। সর্বমোট ২ হাজার ৪১২টি শূন্যপদের মধ্যে প্রধান শিক্ষকের ৯২৪টি ও সহকারী শিক্ষকের ১ হাজার ৪৮৮টি পদ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চট্টগ্রাম জেলার ১৪ উপজেলা ও মহানগরীর ৬ শিক্ষাথানায় প্রধান শিক্ষকের ২ হাজার ২১৭টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ৭৩৫ জন, সহকারী শিক্ষকের ১১ হাজার ২৪৭টি পদের মধ্যে কর্মরত আছেন ১০ হাজার ৫৯৯ জন শিক্ষক।

অর্থাৎ মহানগরীসহ চট্টগ্রাম জেলায় প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৪৪২টি আর সহকারী শিক্ষকের শূন্যপদ ৬৪৮টি।

এরমধ্যে সন্দ্বীপ উপজেলায় প্রধান শিক্ষকের ৩৩টি, সহকারী শিক্ষকের ৮০টি পদ শূন্য। মিরসরাইয়ে ৪৬টি প্রধান শিক্ষক, ২৮টি সহকারী শিক্ষকের পদ শূন্য। সীতাকুণ্ডে ১২টি প্রধান শিক্ষক, ৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য। রাঙ্গুনিয়ায় ৩২টি প্রধান শিক্ষক, ৪২টি সহকারী শিক্ষকের পদ শূন্য। ফটিকছড়িতে ৩৮টি প্রধান শিক্ষক, ৫৯টি সহকারী শিক্ষকের পদ শূন্য। রাউজানে ৫০টি প্রধান শিক্ষক, ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য।  হাটহাজারীতে ৩৯টি প্রধান শিক্ষক, ২০টি সহকারী শিক্ষকের পদ শূন্য।

মহানগরীর ৬ শিক্ষাথানায় ৩৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য।  মহানগরীর চান্দগাঁও থানায় সহকারী শিক্ষকের ৩৭টি পদ শূন্য।  পাঁচলাইশ থানায় সহকারী শিক্ষকের ১৭টি পদ শূন্য। ডবলমুরিং থানায় সহকারী শিক্ষকের ৬টি পদ শূন্য। বন্দর থানায় সহকারী শিক্ষকের ৩০টি পদ শূন্য। তবে কোতোয়ালী ও পাহাড়তলী থানায় সহকারী কোন শিক্ষকের শূন্য নেই।

এদিকে, আনোয়ারা উপজেলায় প্রধান শিক্ষকের ১৪টি, সহকারী শিক্ষকের ১৭টি পদ শূন্য। বোয়ালখালীতে প্রধান শিক্ষকের ১৮টি, সহকারী শিক্ষকের ৩৩টি পদ শূন্য। পটিয়াতে প্রধান শিক্ষকের ৩০টি, সহকারী শিক্ষকের ৫টি পদ শূন্য। চন্দনাইশে প্রধান শিক্ষকের ১২টি, সহকারী শিক্ষকের ৩৫টি পদ শূন্য। সাতকানিয়ায় প্রধান শিক্ষকের ৪০টি, সহকারী শিক্ষকের ৫৯টি পদ শূন্য। বাঁশখালীতে প্রধান শিক্ষকের ২৪টি, সহকারী শিক্ষকের ৫৫টি পদ শূন্য। লোহাগাড়ায় প্রধান শিক্ষকের ১৮টি, সহকারী শিক্ষকের ৩০টি পদ শূন্য।

কক্সবাজার জেলার ৮ শিক্ষা থানায় ১৫৩টি প্রধান শিক্ষক ও ৫২৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য।

অন্যদিকে, তিন পাবর্ত্য জেলার ২৫ শিক্ষা থানায় মোট ৩২৯টি প্রধান শিক্ষক ও ৩১৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য।

এরমধ্যে রাঙ্গামাটি জেলার ১০ শিক্ষা থানায় ১৩৫টি প্রধান শিক্ষক ও ২৩৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য। বান্দরবান জেলার ৭ শিক্ষা থানায় ৮০টি প্রধান শিক্ষকের পদশূন্য রয়েছে। আর সম্প্রতি বান্দরবান জেলায় সহকারী শিক্ষকপদে নিয়োগ হওয়ায় শুধুমাত্র ১টি পদ খালি রয়েছে। খাগড়াছড়ি জেলার ৮ শিক্ষা থানায় ১১৪টি প্রধান শিক্ষক ও ৮০টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।

মহানগরীর বন্দর থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ বাংলানিউজকে বলেন, বন্দর থানায় প্রধান শিক্ষকের ৮টি ও সহকারী শিক্ষকের ৩০টি পদ শূন্য। দীর্ঘদিন থেকে এ পদগুলো শূন্য থাকায় অনেকটা পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা শিক্ষা অফিসের সভায় শুন্যপদের বিষয়টি অবহিত করা হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলায় ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩৫ হাজারেরও অধিক শিক্ষার্থী রয়েছে। স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট পদ রয়েছে ৯৫৫টি। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছে ৯০০ জন শিক্ষক। প্রত্যন্ত স্কুলে এমন কয়েকটি স্কুল রয়েছে, যেখানে শিক্ষকদের যাতায়াত সমস্যা রয়েছে। সুখবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলে ৩ জনের অধিক শিক্ষকের পদশূন্য রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি জেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে।

সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল বাংলানিউজকে বলেন, সন্দ্বীপ উপজেলায় ১৪৯টি স্কুলে প্রায় শতাধিক পদশূন্য থাকায় শ্রেণি কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে। বারবার চর্বিত চর্বন করতে ভাল লাগে না। জেলা শিক্ষা অফিসে বারবার অবহিত করলেও তো করার কিছু নেই। যেহেতু শিক্ষক নিয়োগ দেয় মন্ত্রণালয়।

সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বাংলানিউজকে বলেন, সাতকানিয়া উপজেলায় ৪০টি প্রধান শিক্ষক ও ৫৯টি সহকারী শিক্ষকের পদশূন্য রয়েছে। উপজেলার ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দ্বীপচরতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি স্কুলে শুধুমাত্র ২ জন করে শিক্ষক পাঠদান করাচ্ছেন। শিক্ষক স্বল্পতায় এতে পাঠদান ও শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বারংবার জেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে। স্কুল শিক্ষকদের একটি প্যানেল রয়েছে। দীর্ঘদিন শিক্ষকদের মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। তবে শিগগিরই এর সমাধান হওয়ার কথা শোনা যাচ্ছে।

রাঙ্গামাটি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী বাংলানিউজকে বলেন, রাঙ্গামাটি যেহেতু পার্বত্য জেলা সেহেতু শিক্ষক স্বল্পতা তো থাকবেই। রাঙ্গামাটিতে ১০ শিক্ষাথানায় প্রধান শিক্ষক পদে ১৩৫টি ও সহকারী শিক্ষক পদে ২৩৬টি পদ শূন্য রয়েছে। শুন্যপদের বিষয়টি ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের মাধ্যমে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাংলানিউজকে বলেন, যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদটি সম্প্রতি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা করা হয়েছে। সেহেতু ওই পদে সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ দিবে। তবে কিছুদিন আগে সহকারী শিক্ষকদের চাকরি পর্যালোচনা করে একটি গ্রেডেশন তালিকা চট্টগ্রাম থেকে পাঠানো হয়েছে। ওই তালিকা থেকেও মন্ত্রণালয় প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, থানা শিক্ষা অফিসারদের কাছ থেকে শূন্যপদের তালিকার প্রেক্ষিতে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। গত ২৯ অক্টোবর সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও চট্টগ্রামসহ সারাদেশে শূন্যপদে নিযোগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি