শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্রগ্রামে ৫৫ বছরের বরের কনে ১৪ বছরের শিশু !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

child-marraige20161105175734

ডেস্ক রিপোর্টঃ

প্রথম স্ত্রীর ঘরে তার আছে ২১ বছর বয়সী ছেলে, আছে ১৭ বছর বয়সের মেয়েও। অথচ ৫৫ বছরের সেই মোহাম্মদ রফিকই দ্বিতীয় বিয়ে করতে চান ১৪ বছরের এক শিশুকে। যে কিনা সবে অষ্টম শ্রেণিতে উঠেছে।

মেয়ের বাবা ও সৎ মা’ও এই বিয়েতে রাজি। কারণ মোহাম্মদ রফিকের আছে অঢেল সম্পত্তি। মেয়েকে বিয়ের বিনিময়ে যে মিলবে সেই সম্পত্তির ভাগ।

তবে শেষমেষ বিয়ে করা হয়নি রফিকের। এর বদলে তাকে যেতে হচ্ছে কারাগারে। বাল্যবিয়ে চেষ্টার অপরাধে ১৫ দিনের দণ্ড হয়েছে তার।

সূত্র জানায়, রাউজান উপজেলার কচুখাইন গ্রামের বাসিন্দা মো. রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছিলেন বাবা বাদশা মিয়া ও সৎ মা রোজী আকতার।

বিষয়টি জানতে পেরে গত ১৬ অক্টোবর বর মো. রফিককে এক হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বিয়ে ভেঙে দিয়ে ওই ছাত্রীর সৎ মা রোজী আকতার ও বাবা বাদশা মিয়াকে এক হাজার টাকা করে জরিমানাও করেছিলেন আদালত।

কিন্তু এর ২০ দিনের মাথায় শুক্রবার (৪ নভেম্বর) বোয়ালখালী উপজেলার মেয়ের বাড়ির স্থানীয় একটি মসজিদে বিয়ের প্রস্তুতি নিয়েছিল দুই পক্ষ। পরে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে নগরীর কামালবাজার কবির টাওয়ার এলাকার একটি ভাড়া বাসায় বিয়ের প্রস্তুতি চলছিল। এমন সময় চান্দগাঁও থানা পুলিশ হানা দেয় সেখানে। আটক করা হয় মো. রফিককে। শনিবার তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করানো হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম বর মোহাম্মদ রফিককে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯’র ৪ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে কনের পিতা বাদশা মিয়া ও সৎ মা রোজী আকতারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

সূত্র জানায়, মো. রফিক একজন ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানসহ নগরে কয়েকটি আবাসিক ভবনও রয়েছে। মূলত সম্পত্তির লোভেই শিশুকন্যাকে এই পৌঢ়ের কাছে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা ও সৎ মা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি