শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফিলিপাইনের সেনাবাহিনী ৭০জন জঙ্গি হত্যা করেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

mujta-philipaines-millitants-killed-550x338

পূর্বাশা ডেস্কঃ

ফিলিপাইনের সেনাবাহিনী দাবি করেছে, জঙ্গি সংগঠন আবু সায়াফের ৭০ সদস্যকে হত্যা করেছে তারা। এ ছাড়াও ৩২ আবু সায়াফ সদস্যকে বন্দিও করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী সূত্র।

সেনা মুখপাত্র কর্নেল এদগার্দ আরেভালো বলেন, মঙ্গলবার দক্ষিণাঞ্চলের সুলু এবং বাসিলান প্রদেশে ৩৪ জঙ্গি আত্মসমর্পণ করেছে।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সেনাবাহিনীকে নির্দেশ দেন যেন আবু সায়াফকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়।

উল্লেখ্য, আবু সায়াফ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে মুক্তিপণের জন্য মানুষ অপহরণ করে থাকে। এপ্রিলের শেষের দিকে এক কানাডীয় নাগরিকের শিরশ্ছেদ করেছিল আবু সায়াফ। মুক্তিপণের অর্থ পরিশোধের নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর তাকে হত্যা করা হয়। পরবর্তী মালয়েশিয়া সফরে আবু সায়াফ নিয়ে আলোচনারও ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দুতার্তে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি