বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে অবস্থিত মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

capture-1

পূর্বাশা ডেস্কঃ

আইএস জঙ্গিরা ভারতের জনপ্রিয় পর্যটনস্থানগুলোতে হামলা চালাতে পারে। তাই মার্কিন নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস। ভারতে বসবাসরত মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস বলেছে, ভারতে পশ্চিমা নাগরিকরা যে সব জায়গায় বেশি ঘোরাফেরা করেন, সেখানে আইএস টার্গেট করেছে।

সতর্ক বার্তায় বলা হয়, সাম্প্রতিককালে ভারতীয় সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে, আইএস ভারতকে তাদের টার্গেট করতে চায়। তাই ভারতে পশ্চিমাদের মধ্যে জনপ্রিয় জায়গা যেমন ধর্মীয় স্থান, বাজার ও উৎসবস্থলগুলোয় হামলা চালাতে পারে তারা। তাই মার্কিন নাগরিকদের যথেষ্ট সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এর আগেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের প্রতি যে নির্দেশিকা জারি করেছিল, তাতে ভারতে জঙ্গি হামলার আশঙ্কা সব সময় রয়েছে জানানো হয়। হরকত উল জিহাদি ইসলামি, হরকত উল মুজাহিদিন, ইন্ডিয়ান মুজাহিদিন, জয়শ-ই- মুহাম্মদ ও লস্কর- ই- তৈয়বা মতো জঙ্গি গোষ্ঠীগুলো ভারতে সক্রিয়।

ভারতে বর্তমানে ভ্রমণ ঋতু শুর হয়েছে। তবে সাস্প্রতিককালে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বাড়ায় বিদেশি পর্যটকদের ভ্রমণে প্রভাব ফেলতে পারে। নয়া দিল্লির মার্কিন দূতাবাস মঙ্গলবার ভারতে তাদের নাগরিকদের জন্য যে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হয়েছে তাতে বলা হয় ,পশ্চিমাদের সন্ত্রাস দমনের অতিরিক্ত হুমকির কারণে তাদের নাগরিকরা ভারতের জঙ্গিদের লক্ষ্যবস্তু হতে পারে।

উচ্চপদস্ত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে আলাদা সতর্ক বার্তা জারি করা হয়। সকল মার্কিন নাগরিকদের সতর্কতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয় এবং তাদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার কথা বলা হয় সতর্ক বার্তায়। মার্কিন দূতাবাস থেকে আইএস সন্ত্রাসী গ্রুপের নাম উল্লেখ করা হয় এবং তাদের নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা “বিশ্বব্যাপী সাবধানতা”অনুসরণ করার আহবান জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি