রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


করাচিতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

1140275_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

পাকিস্তানের করাচিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, করাচির গাদ্দাফি টাউন এর লানধি রেলওয়ে স্টেশন এলাকায় দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১‌৬ জন নিহত হন। আহত হন আরও প্রায় অর্ধশতাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তারক্ষীরা জানান, মূলত ভুল সিগন্যালের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। জাকারিয়া এক্সপ্রেসের চালককে ভুল সিগন্যাল দেখানো হলে এই দুর্ঘটনা ঘটে ফরিদ এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে। এতে জাকারিয়া এক্সপ্রেস এর তিনটি বগি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

হতাহতদের নিকটবর্তী জিন্নাহ হাসপাতাল, আব্বাসী শহীদ হাতপাতাল ও সিভিল হাতপাতালে পাঠানো হয়েছে। জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. সিমি জামালি জানান, ১৬টি মৃতদেহ ও আহত ৪০ জনকে এই হাতপাতালে আনা হয়েছে। আহতদের বেশির ভাগই মাথায় আঘাতপ্রাপ্ত। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি