শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে ২৪ ঘণ্টার জন্য এনডিটিভি সম্প্রচার বন্ধের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

ndtv-550x457

ডেস্ক রিপোর্ট :

পাটানকোট হামলার রিপোর্টিংকে আপত্তিজনক ঘোষণা করে সরকার এনডিটিভি ইন্ডিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯ নভেম্বর রাত ১২:০১ থেকে ১০ নভেম্বর রাত ১২:০১ পর্যন্ত এই চ্যানেলের প্রসারণ বন্ধ থাকবে। এই সময় এই চ্যানেলটি সারা ভারতে অফ এয়ার হবে। এছাড়াও সরকার এটাও সঙ্কেত দিয়েছে যে চ্যানেলের অন্য ভুলও ভারি পড়তে পারে।

ভারতের মানুষের হয়তো মনে আছে সন্ত্রাসবাদী হামলাতে টিভি রিপোর্টিং সারা বিশ্বের কাছে লজ্জিত করেছিল। ভারতে ইলেকট্রনিক মিডিয়া সব দেখায় যাতে সন্ত্রাসবাদীদের লাভ হয়। তবে পরে কিছু নিয়ম তৈরি হয়ে যায়। কিন্তু পাঠানকোট হামলাতে এনডিটিভি যা যা দেখিয়েছে তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকর মনে করা হয়েছে।

আধিকারিক এবং বিশেষজ্ঞদের আন্তমন্ত্রালয়ের সমিতি মনে করে এই সময় এনডিটিভি ইন্ডিয়া শুধুমাত্র সন্ত্রাবাদীদের লুকিয়ে পড়ার স্থান সম্পর্কেই বলেনি, তারা সংবেদনমীল এলাকা থেকে কতটা দূরে আছে সেটাও বলে দিয়েছে। স্কুল এবং কলোনির কথাও বলে দিয়েছে। এগুলি রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে নাগরিকদেরও জন্যও ক্ষতিকর।

এই সমস্ত তথ্য দিয়ে সমিতি ৩০ দিনের জন্য এই চ্যানেলটি বন্ধ করে দেওয়ার কথা বলেন। কিন্তু প্রসারণ মন্ত্রালয় সাংকেতিক রূপে একদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আপাতত নিয়েছে। এরপরে যদি ভুল হয় তাহলে ৯০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

চার জানুয়ারি পাঠানকোট হামলার রিপোর্টিং করার সময় এনডিটিভির এক সাংবাদিক বলেন, দুজন সন্ত্রাসবাদী এমন একটি স্থানে লুকিয়ে আছে যেখানে হাতিয়ারের ডিপো আছে এবং সেই ডিপোতে রকেট লঞ্চার, মর্টারের মত অনেক হাতিয়ার আছে। সমিতি এই খবরটিকেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ভয়ের মনে করেছে।

এই বিষয় নিয়ে এনডিটিভিকেও বলার একটি সুযোগ দেওয়া হয়েছে। ২৫ জুলাই তারা সমিতির কাছে জবাব দেয়। এনডিটিভি ব্রেকিং নিউজের জন্যই এই খবরটি করেছিল। এছাড়া কিছু জিনিস তো প্রিন্ট মিডিয়াতেও এসে গেছিল। কিন্তু সমিতি এই জবাবে অসন্তুষ্ট ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি