শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » বিদেশি চ্যানেল বন্ধে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ‘মিডিয়া ইউনিটি’


বিদেশি চ্যানেল বন্ধে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ‘মিডিয়া ইউনিটি’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

ba87a1b5b1987661f9eae596c54c176c

ডেস্ক রিপোর্টঃ

দেশীয় বিজ্ঞাপনে বিদেশি ভাষা ব্যবহার করে প্রচার হচ্ছে ভিনদেশের মিডিয়ায়। আবার বিদেশি সিরিয়াল ডাবিং করে চালানো হচ্ছে দেশি চ্যানেলে। এই সংস্কৃতি বন্ধের দাবিতে সরকারকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন ‘মিডিয়া ইউনিটি’।

দেশের টাকায় নির্মিত বিজ্ঞাপন ভিনদেশে প্রচারের ফলে পণ্যের প্রসার হচ্ছে। ভিনদেশে বিজ্ঞাপন প্রচার নিয়ে এমন যুক্তি দেখানো হলেও বিজ্ঞাপন বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশি চ্যানেলগুলো। তাই বেসরকারি টেলিভিশন মালিক, কলা-কৌশলী, পরিচালক আর চিত্র গ্রাহকেরা নিজেদের স্বার্থেই এক মঞ্চে একত্রিত হয়েছেন।

একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, বাংলাদেশের মিডিয়া জগত অপসংস্কৃতিতে দখল করার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিক চেতনা শূন্যতা তৈরি করার চেষ্টা চলছে। এর ফলে এদেশের যুব সমাজকে মস্তিষ্ক শূন্য করে দেওয়ার মাধ্যমে জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদকাশক্তি, অনৈতিকতা ও ধর্ষণসহ বিভিন্ন অপসংস্কৃতির অনুপ্রবেশ করানো হচ্ছে।  প্রাথমিক কর্মকা- হিসেবে এসবের মাধ্যমে আমাদের মেরুদ-হীন করে দেওয়া চেষ্টা চলছে।

সংস্কৃতিতে মুক্ত সংস্কৃতির কথা বলা হলেও বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে প্রচারের সুযোগ না দেওয়ায় এবার বিদেশি চ্যানেল বন্ধের দাবিও তুলেছে সংগঠনটি। ডিসেম্বর থেকে সাংস্কৃতিক আন্দোলনের স্বার্থে আরো কর্মসূচী দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি