সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্ষতিকর তামাক বেচে শীর্ষস্থানে কাউছ মিয়া!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

256014_1
ডেস্ক রিপোর্টঃ

শীর্ষ করদাতার সম্মান দখল করলেও সমালোচনা থেকে রক্ষা পাচ্ছেন না হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া। কেবল তামাক বেচে বাঘা বাঘা ব্যবসায়ীদের চেয়ে ঢের বেশি কর দিয়ে তিনি শীর্ষস্থান দখল করেছেন বটে। কিন্তু যে পণ্য বিক্রি করে এই আয় এবং সরকারকে আয়কর দেওয়া, সেটি সমালোচনার মুখে ফেলেছে তাকে।

বাংলাদেশের শহর কিংবা গ্রাম এলাকায় পান-সুপারি-জর্দা দিয়ে অতিথি আপ্যায়নের রেওয়াজ দীর্ঘদিনের। আর যারা নিয়মিত পান খান, নির্দিষ্ট ব্র্যান্ডের সুঘ্রাণ দেওয়া জর্দা তাদের পছন্দ।যার যে জর্দায় অভ্যস্ততা সেটির বাইরে অন্য কোনও জর্দা দিয়ে তারা পান খান না।আর এদিক দিয়ে বিক্রিবাট্টায় এগিয়ে আছে হাকিমপুরী।অর্থাৎ হাকিমপুরী জর্দা ক্রেতাদের মাঝে শক্ত জায়গা করে নিয়েছে। আর এই জর্দার ব্যবসায়ী কাউছ মিয়া এদেশের সর্বোচ্চ করদাতা।

চিকিৎসকরা বলছেন, বিশেষত যারা পানের সঙ্গে জর্দা খান এবং নিয়মিত অনেকবার পান খান, তাদের মুখে ঘা বেশি হয়। লক্ষ্য করা গেছে, অনেকেই তামাক পাতা হাতের মধ্যে নিয়ে চুনের সঙ্গে মিশিয়ে গালের মধ্যবর্তী স্থানে রেখে দেন। এটাও এক ধরনের নেশা। দীর্ঘদিন মুখের ভেতরে এভাবে তামাক পাতা ব্যবহারের ফলে ওই স্থানে ঘা হতে পারে। শুধু ঘা নয়, পরবর্তীতে এ ঘা ক্যান্সারেও রূপ নিতে পারে। গবেষণা বলছে, গুল ও তামাক পাতা ব্যবহারকারীদের পাকস্থলী, খাদ্যনালী এবং মুখগহ্বরে ক্যান্সার বেশি হয়ে থাকে।

বাড়তি গ্ল্যামার ও বিজ্ঞাপনের ঝনঝনানি ছাড়াই বাংলাদেশে শীর্ষ ১০০ জন করদাতার তালিকায় নামিদামি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন তামাক পণ্য ব্যবসায়ী মো. কাউছ মিয়া৷

কাউছ মিয়ার বক্তব্য অনুযায়ী, তিনি যখন ব্যবসা শুরু করেন, তখন বাংলাদেশে তামাক চাষ হতো না। সেসময় পাকিস্তানের মারদান থেকে তামাক আসতো।তামাকের ব্যবসা থেকেই তার মাথায় আসে জর্দা উৎপাদনের কথা।হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে তামাকজনিত রোগের কারণে প্রতিবছর এক লাখ মানুষ মারা যান। সে হিসেবে এক মাসে ৮ হাজার ৩৩৩ জন, এক দিনে ২৭৭ জন এবং এক ঘণ্টায় ১২ জন মানুষ মারা যান। এছাড়া, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয় ১২ লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বিশ্বে প্রতিবছর তামাক ব্যবহারে ৬০ লাখ মানুষ মারা যান। আর শুধু বাংলাদেশে এর সংখ্যা এক লাখ। এ হার অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে ৮০ লাখ মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যাবেন, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে হবে। এরপরও বিশ্বজুড়ে ধূমপান ও তামাক ব্যবহারের প্রবণতা বাড়ছে।

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) সভাপতি ড. অরূপ রতন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তামাক ও বিড়ি-সিগারেটের ধোঁয়ায় সাত হাজারেরও বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। যার মধ্যে ৭০টি রাসায়নিক পদার্থ সরাসরি ক্যান্সার সৃষ্টি করে। দেশের ৬৩ শতাংশ মানুষের মৃত্যু তামাকজনিত রোগের কারণে হয় ।’

তিনি বলেন, ‘পানে জর্দা খেলে দীর্ঘদিন ধরে মুখে ঘা সৃষ্টি হয় এবং এক সময়ে সেটি ক্যান্সারের রূপ ধারণ করে।বিশ্বে তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের ৪ কোটি ৬০ লাখ মানুষ তামাক সেবন করে থাকে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি