সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চেলসি ক্লিনটন মায়ের প্রচারণায় ব্যস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

chelci-550x332
পূর্বাশা ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন বড় হয়েছেন তারকা খ্যাতি নিয়ে। এখন তিনি লড়ছেন হোয়াইট হাউসে কীভাবে তার পরিবার আবার ফেরত যেতে পারে। এ কারণে তিনি এখন মায়ের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মা হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পরে পত্রিকায় এক সাক্ষাৎকারে চেলসি বলেছিলেন, নারী প্রেসিডেন্টের অন্যরকম গুরুত্ব আছে। আমরা মার্কিন সমাজে সাম্যের কথা বলি। প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে মার্কিন সমাজে সমতা আসবে। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে হিলারির পক্ষে প্রচারণা চালিয়েছেন চেলসি। এ সময় সাথে ছিলেন তার মা ও সিনেটর বার্নি স্যান্ডাস। আরিজোনা স্টেট ইউনিভার্সিটির টেম্পে র‌্যালিও করেছেন তিনি।

সম্প্রতি উইসকনসিনের এক হোটেলে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। চেলসি রাজনীতিবিদ নন। তিনি তার মা-বাবার মতো ওই পদাঙ্কও অনুসরণ করতে চান না। যদিও ৩৬ বছর বয়সী চেলসি ডেমোক্র্যাট পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ জানান, চেলসির কণ্ঠে ছিল না কোনো বির্তকের স্বর। তিনি বলেছেন স্বাস্থ্য সেবা, ন্যুনতম মজুরি, পারিবারিক ছুটি নিয়ে। তিনি আরো বলেছেন কীভাবে দুই বছরের শিশু তার জীবনে বদলে দিল।

এ সময় তিনি বলেন, এ আমাদের যুক্তরাষ্ট্র নয়। এক প্রশ্নের জবাবে চেলসি বলেন, বাবা থেকে তার মায়ের রাজনৈতিক প্রজ্ঞা তাকে বেশি অনুপ্রাণিত করে। মায়ের সম্পর্কে তিনি আরো বলেন, তাকে অনুসরণ করা সহজ। তাকে বোঝাও খুব সহজ। তার কণ্ঠে ভালোবাসা অনুভব করা যায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করা চেলসি বেশ কিছু বছর ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করেন। বর্তমানে তিনি ক্লিনটন ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি