রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে ফারুকীর আতঙ্কের রাত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

10175119119_950266981680124_3745529640149179068_n
পূর্বাশা ডেস্কঃ

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গেছেন। সেখানে মোশন পিকচার এসোসিয়েশন অফ আমেরিকার একটি সেলেব্রেশন ইভেন্টে অংশ নেবেন। রওনা দেওয়ার সময় এমিরেটস বিমানে ইন্টারনেট পেয়ে লিখেছিলেন ‘আকাশে শান্তির নীড়’ কিন্তু ওয়াশিংটন পৌঁছে সে শান্তি আর রইল কই? ওয়াশিংটনের রাতটা শুরু হলো আতঙ্ক দিয়ে। এই নির্মাতা নিজের ফেসবুক স্পোস্টে লিখেছেন,

‘ওয়াশিংটন ডিসিতে আতংকিত রাত। হোটেলে বসে আড্ডা দিচ্ছিলাম । ভেতরের ঘরে তিশা ঘুমাচ্ছে। হঠাৎ প্রচণ্ড জোরে সাইরেন আর সাথে পাবলিক অ্যানাউন্সমেন্ট । ফায়ার । কোন দিকে ভাগবো খুঁজতে খুঁজতে প্যাসেজে আসি। একটু পর ঘোষণা “সব ঠিক আছে, রুমে ফিরে যান”! পাঁচ মিনিট পর আবার সাইরেন । এইরকম চার বার অ্যালার্মের সিঁড়ি বেয়ে নীচে। শেষে জানা গেল সব ঠিক আছে। বাইরে ফায়ার সার্ভিস। ভয়ে কলিজা নাই। সাইরেনের চেয়েও বেশী ভীতিকর ছিলো ঐ গম্ভীর গলার “অ্যাটেনশন প্লিজ। ” অলমোস্ট হ্যাড হার্ট অ্যাটাক। আল্লাহই জানে রাতে ঘুমাবো কিভাবে? দোয়া করবেন । উফফফফ। এই জন্যই কি আমেরিকা আসছিলাম?’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি