সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৮ জন নিহত ভারতে বাস খাদে পড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

fyrf-696x418-550x330
পূর্বাশা ডেস্ক:

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে শনিবার এক যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। খবর বাসসের।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এ খবর জানান।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে মান্দি শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বাসটি অতিরিক্ত যাত্রী বহণ করছিল।’

ওই কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয়। আহতদেরকে দ্রুত একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা সংকটজনক।

তিনি বলেন, মৃতের সংখ্যা পড়ে আরো বাড়তে পারে।

স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখানো হয়, উদ্ধার কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসটি থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো বের করা আনছে।

রাজ্য সরকার নিহতদের পরিবারবর্গের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী জি এস বালি বলেন, ‘নিহত ১৮ জন পরিবারের সদস্যদের ৫ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া আহত ২৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।’

ওই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আপাতদৃষ্টিতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, ভারত বিশ্বের সড়ক দুর্ঘটনায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে প্রতি বছর ১ লাখ ৩০ হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এসব দুর্ঘটনার বেশিরভাগই রাস্তার দুরাবস্থা, অতিরিক্ত বেগে ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে ঘটে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি