সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্ত্রীর লাশ ঠেলাগাড়িতে চাপিয়ে ৮০ কিলোমিটার পাড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

vikkhuk_copy

পূর্বাশা ডেস্ক:

অর্থাভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে নিজের ঠেলাগাড়িতে করে স্ত্রীর লাশ নিয়ে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ভিক্ষে করে পেট চালানো স্বামী। ২৪ কিলোমিটার হাঁটার পর ক্লান্ত রামুলু একসময় অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন। মর্মান্তিক এই ঘটনা ভারতের তেলেঙ্গানার।

তেলেঙ্গানার রামুলু (৫৩) এবং তার স্ত্রী কবিতা (৪৬) দুজনেই কুষ্ঠরোগী। হায়দরাবাদের ল্যাঙ্গার হাউস এলাকায় ভিক্ষে করে সংসার চালাতেন তারা। পৈত্রিক বাড়ি মেডক জেলার মনুর মন্ডল এলাকায়। কুষ্ঠরোগী হওয়ায় গ্রামের অন্যদের কাছ থেকে রামুলু ও তার স্ত্রী কবিতা ছিলেন পুরোপুরি আলাদা। নিজের আত্মীয়-স্বজনও থেকে কোনো সাহায্য পাননি তারা। গত ৪ নভেম্বর হায়দরাবাদের রেল স্টেশনের কাছে মারা যান কবিতা। রামুলুর ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে নিয়ে স্ত্রীর লাশ দাফন করবেন। এরপর হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল থেকে গাড়ি ভাড়ার জন্য ৫০০০ রুপি চাওয়া হয়। কিন্তু অত রুপি না থাকায়, শেষ পর্যন্ত নিজের ঠেলাগাড়িতে স্ত্রীর লাশ চাপিয়ে রাতেই স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দেন রামুলু। কিন্তু রাতে পথ হারিয়ে বসেন তিনি। শনিবার সকালে বিক্রমবাদ নামে এক জায়গায় পৌঁছান। ক্লান্ত রামুলু একসময় স্ত্রীর মরদেহের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকেন। এসময় স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে। পরে সকলের সহযোগিতায় অর্থ জোগাড় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে দুই ভিখারিকে ৮০ কিলোমিটার দূরের গ্রামে পাঠানো হয়। রবিবার সকালে কবিতার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, প্রায় তিন মাসেক আগেই উড়িষ্যায় অর্থের অভাবে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রী মরদেহ ঘাড়ে করে দীর্ঘ ১০ কিলোমিটার হেঁটেছিলেন স্বামী দানা মাঝি। সেই ছবি প্রকাশ হওয়ার পর ভারতজুড়ে শোরগোল পড়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি