শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরিষ্কার তোয়ালে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

7a76889464f7ef4ce1d63d0c322a8e60-untitled-13
পূর্বাশা ডেস্ক:

রোজই আমাদের কাজে লাগে। সারা দিনে অনেকবার ব্যবহার যে তোয়ালের, তার যত্নটাও নেওয়া দরকার সঠিকভাবে। অনেকের বাসায় দেখা যায়, তোয়ালেগুলো থাকে অপরিচ্ছন্ন। অপরিষ্কার এসব তোয়ালের মধ্য দিয়েই ছড়িয়ে যায় নানা রোগজীবাণু। আবার একই তোয়ালে বাড়ির সবার ব্যবহার করাও ঠিক নয়৷ এখন বাজারে

বিভিন্ন আকারের তোয়ালে পাওয়া যায়৷ এগুলোর কাপড়ের মধ্যেও দেখা যায় ভিন্নতা।
ব্যবহার ও কাপড়ের ধরন অনুযায়ী একেক ধরনের তোয়ালের যত্ন হবে একেক রকম৷ বিভিন্ন ধরনের তোয়ালের যত্ন নিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউর বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আখতার বলেন, ‘জমিন একটু অন্য প্রকৃতির হওয়ায় অন্য কাপড় থেকে এটি আলাদা হয়ে থাকে। তাই ধরন বুঝে নিতে হবে তোয়ালের যত্ন৷
* গোসলের পর ভেজা তোয়ালে বাথরুমে মেলে রাখা উচিত নয়। প্রতিদিন তোয়ালে রোদে শুকিয়ে নিতে হবে৷
* ভেজা তোয়ালে ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। ভেজা অবস্থায় তোয়ালেতে নানা ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যা অ্যালার্জি ও বিভিন্ন ধরনের চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায়।
* অনেকে বালিশের ওপর তোয়ালে বিছিয়ে রাখেন। এটা না করাই ভালো। কারণ, তোয়ালের সুতার ফাঁকে প্রচুর ধুলাবালি আটকে থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর। যদি ব্যবহার করতেই হয়, তবে প্রতিদিন ধোয়া তোয়ালে ব্যবহার করুন।
* বেসিনের পাশের তোয়ালেটি প্রতিদিন অনেকবার ব্যবহার করা হয়। তাই এটি দুদিন পরপর ধোয়া উচিত। একইভাবে গোসলের তোয়ালেও গরম পানি দিয়ে সপ্তাহে অন্তত দুই দিন ধোয়া উচিত৷
* অনেক দিন ব্যবহারের পর তোয়ালে শক্ত হয়ে যায়, আবার গন্ধও হয়ে যায়। তোয়ালের গন্ধ দূর করতে আধা কাপ বেকিং সোডা আর এক কাপ ভিনেগার মিশিয়ে গরম পানিতে তোয়ালে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন৷ এরপর সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলতে হবে৷
* অতিথিদের ব্যবহারের জন্য অনেকেই ভারী তোয়ালে রাখেন৷ এ ধরনের তোয়ালে ব্যবহারের পর ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর আলমারিতে সংরক্ষণ করতে হবে। এতে করে তোয়ালেতে সহজে ধুলো আটকাবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি