শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভোট শুরু, হিস্পানিকরা কেন্দ্রে আসছেন ‘বড় সংখ্যায়’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

_92323938_gettyimages-621753962

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিশাল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব ও পশ্চিম দুই প্রান্তে সময়ের ব্যবধান তিন ঘন্টা। ফলে পূর্ব উপকূলে ভোট গ্রহণ শুরু হয়েছে গ্রীনিচ মান সময় ১১টায়, আর পশ্চিম উপকূলে ভোটগ্রহণ শুরু হতে আরো ঘন্টা খানেক বাকি।

দুই প্রধান প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের মধ্যে তীব্র এবং তিক্ত প্রচারযুদ্ধের পর এই ভোট গ্রহণ শুরু হলো।

সবশেষ জনমত জরিপে হিলারি ক্লিনটন চার পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্পের চাইতে – এমনই দেখা যাচ্ছে।

আভাস পাওয়া যাচ্ছে যে হিস্পানিক ভোটাররা বড় সংখ্যায় ভোট দিতে আসছেন – যা হিলারি ক্লিনটনের পক্ষে যাবে বলে মনে করা হয়।

 

নিউ হ্যাস্পশায়ারের কিছু গ্রামে ইতিমধ্যেই ভোট গ্রহণ হয়ে গেছে। হার্টস লোকেশন নামে একটি ছোট শহরে – যেখানে মাত্র ৩৭ জন ভোটার – তার ফলাফলও জানা গেছে, এবং তাতে হিলারি ক্লিনটন জিতেছেন বলে অনানুষ্ঠানিক ফল বলছে।

তা ছাড়া নির্বাচনী বিধি অনুযায়ী প্রায় ৪ কোটি ৬০ লাখ ভোটার ইতিমধ্যেই ডাকযোগে বা ভোটকেন্দ্রে এসে আগাম ভোট দিয়ে ফেলেছেন।

হিলারি ক্লিনটনের রানিং মেট টিম কেইন ভাজিনিয়ায় এক ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।

আমেরিকার সময় মঙ্গলবার রাত নাগাদ ফলাফল আসতে শুরু করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি