সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পুরনো ভারতীয় নোট ভাসমান অবস্থায় পাওয়া গেলো


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

14997212_558963367632790_1117534531_n-550x338
পূর্বাশা ডেস্কঃ

এটা কি মাছ? নাকি কোন প্রকারের আগাছা? আরে নাহ – এটা যে গঙ্গায় ভাসমান অকার্যকর ভারতীয় নোট!

উত্তরপ্রদেশের মির্জাপুরের গঙ্গায় স্নান করার সময় স্থানীয়রা এই অকার্যকর নোটগুলো ভাসতে লক্ষ করে। তারা পুলিশকে খবর দিলে স্থানীয় পুলিশ তা দেখার জন্য চলে আসে। বিদ্যুতের বেগে এই খবর ছড়িয়ে পড়লে সেখানে মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

গত বুধবারে বেরেলী শহরে বস্তা ভর্তি টাকা পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল মহারাষ্ট্রের এক টোকাই একটি ময়লার ব্যাগ ভর্তি পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটগুলো পায়, যা কিনা প্রায় ৫০,০০০ টাকা সমমূল্যের। কিন্তু ভারতে এখন নতুন টাকার প্রচলন শুরু হওয়াতে এই টাকাগুলো মূল্যহীন।

মঙ্গলবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিকভাবে ঘোষণা করেন যে, ‘মঙ্গলবার মধ্যরাতের পর ৫০০ এবং ১০০০ রুপির নোট লেনদেনের জন্য অবৈধ।’

তবে তিনি আশ্বস্ত করেন যে, ‘আপনার টাকা এখনও আপনার’ তিনি বলেন, পুরাতন নোট বছরের শেষ নাগাদ ব্যাংকগুলোতে জমা করতে হবে।

কালো টাকার প্রচলন বন্ধ করতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সাথে বিশেষজ্ঞরাও একমত। তবুও ব্যাংকগুলোতে এই নতুন ৫০০ এবং ২০০০ টাকা পেতে মরিয়া মানুষদের ভিড় লেগে আছে। এটিএম গুলো দুই দিন কর্মবিরতির পর আজ খুললে নিমিষেই নতুন নোটগুলোর মজুদ কমে যায়।

ভারতীয় রিজার্ভ ব্যাংক জনগনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। তারা এটাও বলে যে যথেষ্ট পরিমাণ টাকা সারাদেশে ব্যাংকের পাঠানো হয়েছে এবং এটিএমগুলো শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি