রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘জমি উদ্ধারের আন্দোলনে নামালেন যারা, মারলেনও তারা’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

dijen-tudu-220161114123429
নিজস্ব প্রতিবেদক:
‘আশা নিয়া ভোট দিছি। ভাবিছি, বাপ-দাদার জমি ফেরত পামো (পাবো)। সব ঠিকই ছিল। এমপি আজাদ ও ইউপি চেয়ারম্যান বুলবুলও হামার (আমাদের) সাথে ছিলেন। ঢাকাতে মানববন্ধন করছি। সেখানেও তারা হামার সাথে ছিলেন। কিন্তু কি থেকে যে কি হইলো! তারাই জমি উদ্ধারের আন্দোলনে আমাদের রাস্তায় নামালেন, আবার তারাই আমাদের মারলেন।’

এভাবেই বুকভরা কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন দ্বিজেন টুডু (৩৫)। রংপুর চিনিকলের অধিগ্রহণ করা জমির দখল নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষে ব্যাপক মারধরের শিকার হন এই ভূমিপুত্র দ্বিজেন টুডু। চোখে মারাত্মক জখম নিয়ে রাজধানীর মিরপুর রোডের শ্যামলীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

রোববার রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪২৬নং ওয়ার্ডের বি-৩ বেডে শুয়ে আছেন দ্বিজেন টুডু। পাশে বোন মারথা টুডু। দুই চোখই প্রচণ্ড লাল। এক চোখের অবস্থা খুবই খারাপ। শরীরে ক্ষতচিহ্ন নিয়ে ৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কেমন আর থাকমো, যেমন দেখেন। মই দিয়ে উপরে তুলে মই সরানোর মতো দশা হামার। কই যাবো। হামাকে (আমাদের) দেখার কেউ নাই।’

দ্বিজেন টুডু বলেন, যতক্ষণ স্বার্থ ছিলো ততক্ষণ আমাদের সবকিছুতেই সাহস দিয়েছেন নেতারা। জমি উদ্ধার হবে বলেছে। মানববন্ধন করেছি ঢাকায়। সে সময় আমাদের জমি উদ্ধারের আন্দোলনের সঙ্গে ছিলেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম বুলবুল এবং গোবিন্দগঞ্জের এমপি আবুল কালাম আজাদ। তাদের স্বার্থ উদ্ধার শেষে এখন আর আমাদের সঙ্গে আর কেউ নেই।

দ্বিজেন টুডুর বোন মারথা টুডু বলেন, ‘আশা নিয়া ভোট দিছি চেয়ারম্যান বুলবুলকে। ভাবিছি বাপ-দাদার জমি ফেরত পামো (পাবো)। কিন্তু এমপি-চেয়ারম্যানই হামাক (আমাদের) জমি উদ্ধারের আন্দোলনে রাস্তাত নামায়ছে, তারায় হামাক আবার মারলো।’

দ্বিজেন টুডু বলেন, ‘৬ নভেম্বর বাগদা ফার্মের পাশে কাটার মোড় এলাকায় চিনিকলের সামনে অবস্থা নিই। চিনিকলের এমডি এসে আমাদের আশ্বস্ত করেন। আমরা চলে আসবো এমন সময় হঠাৎ করে হামলা। গুলি চালানো হয়। বাপ-দাদার জমি হামার (আমাদের)। কাগজও হামার আছে। কিন্তু হামরাই ছাড়খার হনু। আত্মসাৎ করতে না পারিয়াই হামার উপর হামলা হইছে।’

ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে দ্বিজেন টুডু বলেন, ‘বিচার চাই। কঠিন বিচার। এমপি-চেয়ারম্যানেরও বিচার চাই। তারা হামাক ফান্দে ফেলবার চাইছিল।’

দ্বিজেন টুডুকে হাসপাতালে দেখতে এসে মানবাধিকার কর্মী জাকিয়া টুডু বলেন, ‘ঘটনা দিয়ে ঘটনার ধামাচাপা দেয়া যায় না। আমরা মানুষ ওরাও মানুষ। ওরা সংখ্যালঘু বলেই কি তাদের ওপর নির্যাতন চালাতে হবে? এ বর্বরতা থামাতে না পারলে সমাজ ভেঙে পড়বে।’

উল্লেখ্য, গত ৬ ও ৭ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জন্যপ অধিগ্রহণ করা জমির দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন সাঁওতালের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। সাঁওতালদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে মারধরের ঘটনা গণমাধ্যমে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। নেপথ্যে কলকাঠি নাড়ার অভিযোগ উঠে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম বুলবুল ও গোবিন্দগঞ্জের এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি