রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বরখাস্ত হওয়া সিআইডি কর্মকর্তার এসএমএস, ‘মাফ করে দিয়েন, আমি আত্মহত্যা করব’


বরখাস্ত হওয়া সিআইডি কর্মকর্তার এসএমএস, ‘মাফ করে দিয়েন, আমি আত্মহত্যা করব’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

258055_1

ডেস্ক রিপোর্টঃ

আত্মহত্যার আগে স্ত্রীর বড় ভাই রফিকের মোবাইলে এসএমএস পাঠান। ওই এসএমএস এ লেখা ছিল ‘মাফ করে দিয়েন, আমি আত্মহত্যা করব’। তারপর শেষ এই এসএমএস পাঠিয়ে পল্লবীর ভাড়া বাসায় আত্মহত্যা করেন। এর আগে একটি চিরকুটে তিনি লিখেন ‘আমি আত্মহত্যা করব, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

এই আত্মহননকারী মোমেন হাসলাইন রাব্বানি (৩৯) মূলত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক উপ-পরিদর্শক।

রাব্বানীর স্ত্রীর বড় ভাই রফিক ব্রেকিংনিউজকে জানান, চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর সংসারে অভাব অনটন দেখা দেয়। আর্থিক অনটনের কারণে হতাশা থেকেই আত্মহত্যা করেন তিনি।

রফিক আরও বলেন, ‘রাব্বানী আমার মোবাইল ফোনে আত্মহত্যার কথা জানায়। আমি তাকে আত্মহত্যা না করার জন্য অনুরোধ করি। কিন্তু সে আমার কথা শুনেনি। ওই এসএমএসের পর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে যশোর থেকে ঢাকায় রওনা করি। কিন্তু বাসায় পৌঁছে ঘরের দরজা বন্ধ পাই। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে দেখি তার ঝুলন্ত মরদেহ।’

রফিক আরও বলেন, ‘রাব্বানী আত্মহত্যার দুই দিন আগে আমার বোন ও তার ছেলে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি যশোর যায়।’

গত শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পল্লবী থানা এলাকার ১১নং সেকশনে ‘এ’ ব্লকের ৮নং রোডের একটি বাসা থেকে ওই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পরিবার।

পুলিশ জানায়, ‘সিআইডিতে এসআই হিসাবে কাজ করছিলেন তিনি। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত করা হয় তাকে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা , পেশাগত এবং ব্যক্তিগত জীবনের হতাশা থেকেই রাব্বানী আত্মহত্যা করতে পারেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাদন ফকির ব্রেকিংনিউজকে জানায়, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছি। সাময়িকভাবে বরখাস্ত করায় সংসার চালাতে পারছিলেন না তিনি। গত তিন মাস বাড়ি ভাড়া ও বকেয়া ছিল।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘পারিবারিক জটিলতার কারণে বেশকিছু দিন ধরে কর্মস্থলের বাইরে ছিলেন তিনি। এসব কারণে তিন মাস আগে সিআইডি থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাকে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি