শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লি-টোকিও একাট্টা চীনকে ঠেকাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

china-flag
পূর্বাশা ডেস্ক :

চীনকে কোনো রকম বাগে আনতে পারছে না ভারত। তাইতো তারা জাপানের আরও ঘনিষ্ঠ হতে শুরু করেছে। কূটনীতিকদের মতে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) ভিয়েনাতে বৈঠকের আগেই বেইজিংয়ের উপর চাপ তৈরি করতে চায় ভারত। এজন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন। দুদেশের মধ্যে নৌ-মহড়া এবং অবাধ ও মুক্ত বাণিজ্যে আরও জোরদার করে চীনকে কড়া বার্তা দিতে চায়।

গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের পরামর্শে ভারত জাপানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এর আগে বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ ছিল, দক্ষিণ চীন সাগর এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের হস্তক্ষেপ ঠেকাতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে সক্রিয় করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল। সেই ‘মিত্র’ দেশ যে ভারত আর জাপান তা ক্রমেই স্পষ্ট হয়েছে। তারা দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এছাড়া পূর্ব চীন সাগরে একটি দ্বীপ দখলের প্রশ্নে জাপানকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ওই দ্বীপটি চীন তাদের বলেই দাবি করে আসছে। এছাড়া ফিলিপাইন আর ভিয়েতনামকে উপকূলরক্ষী বাহিনী দিয়ে সাহায্য করেছে জাপান।

তবে মার্কিন হুঁশিয়ারিতে দমে যাওয়ার পাত্র নয় চীন। তারা বুঝিয়ে দিয়েছে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা সহজে মেনে নেবে না তারা। দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চার মাস আগে যে রায় দেন তা চীনের বিপক্ষে ছিল। তবে বেইজিং ওই রায় মানতে রাজি নয়।

এমন পরিস্থিতিতে জাপানের সঙ্গে জোটবদ্ধ ভারত। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদল হচ্ছে। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইস্যুতে কী অবস্থান নেয় সেটা নিয়েও সতর্ক দুই দেশ।

কূটনীতিকদের মতে, ওবামা তার শাসনামলের শেষ দিকে দক্ষিণ চীন সাগর নিয়ে ভারতকে কিছুটা ধীরে চলার পরামর্শ দিয়েছিল। ভারতীয় কূটনীতিকদের মতে, ওবামার মতো চীনের উপর ট্রাম্পও অর্থনৈতিক চাপ বাড়াতে চান। কিন্তু কৌশলগত কারণে চীনের সঙ্গে কোনো সমঝোতা ট্রাম্প করবেন কি না তা এখন বোঝা যাচ্ছে না। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি ট্রাম্প যে জাপানের উপর থেকে তাদের প্রতিরক্ষার ছাতা সরিয়ে নেবে না এমন কোনো কথা নেই। তিনি প্রতিরক্ষা সহায়তা বন্ধও করে দিতে পারেন। তাইতো মার্কিন নির্বাচনের পর দেখেশুনে দিল্লি-টোকিও পা ফেলতে চাইছে। তবে চীনকে চাপে ফেলতে একাট্টা এ দুদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি