শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের এসবিআইয়ের ক্যাশিয়ার নোট পরিবর্তনের সময় হার্টঅ্যাটাকে মারা গেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

bank-1-550x394
পূর্বাশা ডেস্ক :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভুপালের নীলবাদ ব্রাঞ্চের ক্যাশিয়ার রবিবার বিকালে হার্টাঅ্যাটাকে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এই ব্যাঙ্কের শাখাটি রাতিবাদ এলাকায় অবস্থিত বলে জানা গেছে। ঘটনাটি ব্যাঙ্কের শাখাতেই ঘটেছিল সন্ধা ৬ টা নাগাদ। সেই মুহুর্তেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্যাশিয়ার রবিবার ব্যাঙ্ক খোলা থাকায় কাস্টোমারদের নোট পরিবর্তনের কাজ করছিলেন।

ইনভেস্টিগেটর অফিসার বলেন, “পুলিস এই বিষয়টি নিয়ে সিআরপিসির ১৭৪ নম্বর ধারাতে মামলা করার চেষ্টা করে। তবে তার পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছাতে পারেনি সেই সময় তাই মামলা দায়ের করা যায়নি। তাঁর পরিবারে সদস্যরা এলে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যাবে।” সারাদেশে নোট বাতিল হওয়ার পর থেকে ব্যাঙ্ককর্মীদের কাজ অনেকটাই বেড়ে গেছে। এমনকি শনিবার এবং রবিবার দুদিনই ছুটি পাননি তাঁরা। এছাড়াও তাঁদের করতে হচ্ছে ওভারটাইমও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি