মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুদ্ধ জাহাজ বিক্রি করবে না স্পেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

spain

পূর্বাশা ডেস্ক:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবের কাছে যুদ্ধজাহাজ বিক্রি না করার জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে, সৌদি আরবের কাছে এসব যুদ্ধজাহাজ যদি বিক্রি করা হয় তাহলে তারা তা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে। যার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন ঘটবে।

অ্যামনেস্টির স্পেন বিষয়ক পরিচালক এস্তেবান বেলত্রান বলেছেন, “ইয়েমেনের হাসপাতাল, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং বসতবাড়িতে বোমা বর্ষণ করছে সৌদি আরব।” ইয়েমেনে হামলা ও বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করার জন্য সৌদি রাজার ওপর প্রভাব খাটাতে স্পেনের রাজাকে আহ্বান জানিয়েছেন বেলত্রান।

সৌদি রাজা সালমানের আমন্ত্রণে স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ তিনদিনের সফরে রিয়াদ যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন স্পেনের বিদেশমন্ত্রী আলফোনসো দাসতিস ও শ্রমমন্ত্রী ইনিগো ডি সেরেনা। স্পেনের দৈনিক পত্রিকার খবর অনুযায়ী, এই সফরে স্পেন সৌদি আরবের কাছে যে যুদ্ধজাহাজ বিক্রি করবে তার দাম পড়বে ২২০ কোটি ডলার। স্পেনের রাজার সৌদি আরব সফরের ঠিক একদিন আগে অ্যামনেস্টি এমন বার্তা দিল। এখন স্পেনের রাজার সফর শেষেই বোঝা যাবে অ্যামনেস্টির এমন সিদ্ধান্তকে কতটুকু প্রাধান্য দিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি