শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি নিউজিল্যান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

1014039_kalerkantho_pic
পূর্বাশা ডেস্ক :

নিউজিল্যান্ডে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পরে সাউথ আইল্যান্ডে সুনামি আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রবিবার মধ্যরাতের দিকে ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পের ঘণ্টা দুই পর সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানে।

ওয়েদারওয়াচ নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল দুই মিটার। রাজধানী ওয়েলিংটনসহ দেশজুড়ে বিভিন্ন উপকূলীয় এলাকায় ছোট ছোট ঢেউ আঘাত হানছে। পরবর্তী বেশ কিছু সময় ধরে সুনামি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, উপকূলীয় এলাকা থেকে উঁচু এলাকার দিকে চলে যেতে।

উল্লেখ্য, ২০১১ সালে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন নিহত হয়। হাজারো ভবন ধসে যায়। নিউজিল্যান্ড কুখ্যাত আগ্নেয় মেখলায় অবস্থিত। প্রশান্ত মহাসাগর জুড়ে অবস্থিত কল্পিত এই রেখায় ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে নিয়মিত। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনো জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি