শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আলেপ্পোতে বিমান হামলা ফের শুরু রাশিয়ার, নিহত ১০জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

aleppo-air-strikes-resume-1024x768
পূর্বাশা ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গত রোববার মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের একদিন পরই রাশিয়া সিরিয়ার আলেপ্পো শহরের আশেপাশের বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে নতুন করে বিমান হামলা শুরুর ঘোষণা দিয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপে দুই নেতা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা গ্রহণের বিষয়ে একমত হন। ৩ সপ্তাহ স্থগিত থাকার পর আলেপ্পোতে আবারও রুশ বিমান হামলা শুরু হয়েছে।

আলেপ্পো মিডিয়া সেন্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিরীয় সেনাবাহিনীর অবরোধের ভেতরে বিভিন্ন মহল্লায় বিদ্রোহীদের ওপর ৭৯টি ব্যারেল বোমা ছোড়া হয় এবং এতে ৮ থেকে ১০ জন নিহত হয়েছে।

বিদ্রোহীরা এই বিমান হামলা চলাকালীন বিমানগুলোর অডিও এবং ভিডিও রেকর্ডিং করে। এতে রুশ বিমান ও গোলাবর্ষণের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। পরে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে বিদ্রোহীদের রিপোর্টের সত্যতা নিশ্চিত করা হয়।

সরকারি বাহিনী জুলাইয়ে বিদ্রোহীদের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়, যা এখন তাদের অনেকটা হুমকির মুখে ফেলে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখন পূর্ব আলেপ্পোর বিদ্রোহীদের বিতাড়িত করার জন্য সম্ভবত সর্বশেষ আঘাত হানতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিরিয়ার উপকূলে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং সাবমেরিন অবস্থান নেয়ার পর মঙ্গলবারই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হোমস ও ইদলিব প্রদেশে বড় ধরণের অভিযানের সূচনার কথা ঘোষণা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি