শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভূমিকম্প মাঝারি ভারতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

earthquake-delhi1-550x306
পূর্বাশা ডেস্ক:

ভোররাতে কেঁপে উঠে ভারতের রাজধানীসহ পাশের রাজ্য হরিয়ানা। অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৪। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৪.৩০ নাগাদ ওই ভূমিকম্প হয়েছে। কম্পনের কেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানা সীমান্ত।

বুধবারও পাঞ্জাবের ভূগর্ভস্তরে ৩.৬ মাত্রার মৃদু ভূমিকম্প হয়। ভূমিকম্পটি ১ মিনিটের মতো স্থায়ী হয়েছে।

দিল্লি ও হরিয়ানার বাসিন্দারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেক ভূমিকম্পের কথা জানান। একজন তার টুইটারে লিখেছেন, ধন্যবাদ টুইটার। আমি একটি বাজে স্মপ্ন দেখছিলাম। পরে দেখি তা স্বপ্ন নয় বাস্তব। আমার বাসার সবকিছু নড়ছে। আরেকজন লিখেছে, সত্যি আমি কম্পন অনুভব করছি। কয়েক সেকেন্ড বাসার মালামাল ঘুরছে দেখেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি