শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে গুলিতে নিহত ১জন বিয়ের অনুষ্ঠানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

sadhvi-deva-thakur_650x400_71479266445-550x338
পূর্বাশা ডেস্ক:

ভারতের হরিয়ানার রাজ্যের কারনাল শহরের একটি বিয়ের অনুষ্ঠানে হিন্দু মহাসভার নেত্রী সাধ্বী দেবা ঠাকুরের উপস্থিতিতে গুলিতে নিহত হন একজন। আহত হন তিনজন। ঘটনার পর থেকেই ফেরারী সাধ্বী ও তাঁর সহযোগিরা।

ভারতের হিন্দু মহাসভার বিতর্কিত নেত্রী সাধ্বী দেবা ঠাকুর। এবারও বিয়ে বাড়িতে গুলি চালিয়ে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নাচগানে মশগুল ছিলেন সাধ্বী দেবা ঠাকুর। সেইসময়ই তাঁকে ও তাঁর নিরাপত্তারক্ষীদের শূন্যে গুলি ছুঁড়তে দেখা যায়।

গুলিবিদ্ধদের এক আত্মীয় জানিয়েছেন, সাধ্বী দেবা ঠাকুর ও তাঁর লোকজন এলোপাথাড়ি গুলি ছুঁড়ছিলেন। কে আশপাশে আছে, তা একেবারেই গ্রাহ্য করছিলেন না তাঁরা। আর তাতেই হতাহতের ঘটনা ঘটে। পুরো ঘটনায় সাধ্বী ও তাঁর লোকজনের উপর ক্ষোভপ্রকাশ করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের নিজ শহর কারনাল। সেই শহরেই এমন এক ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি করেছেন অনেকে। গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বরের খালার। ঘটনায় কারনাল পুলিশ ৩০২ ধারায় সাধ্বী ও তাঁর সহযোগিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে বলে কারনাল পুলিশ সুপার পঙ্কজ জৈন জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি