শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রী অমিত শাহ আবর্জনায় পরিনত করেছেন কংগ্রেসের ১২ লক্ষ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

amit-shah-1-550x457
পূর্বাশা ডেস্ক:

নোট বন্ধ নিয়ে বিজেপির অধ্যক্ষ অমিত শাহু কংগ্রেসকে কড়া নিশানা করেছেন। ভরুচে মঙ্গলবার সহকারি ব্যাঙ্কের উদ্বোধন করার সময় শাহ বলেন, একরাতেই বে আইনি ভাবে কংগ্রেসের কামানো ১২ লক্ষ কোটি টাকা শুধু আবর্জনায় পরিনত করে দিয়েছেন মোদি।

রাহুল গান্ধীকে একহাত নিয়ে তিনি বলেন, কংগ্রেস উপাধ্যক্ষ ৪ হাজার টাকা বদল করার জন্য ৪ কোটি টাকার গাড়ি করে ব্যাঙ্কে গিয়েছিলেন। শাহ মমতা ব্যানার্জী, মায়াবত এবং মুলায়েম সিং যাদবেরও সমালোচনা করেছেন।

অমিত শাহুর এই বয়ানটি এসেছে শীতকালীন অধিবেশনের ঠিক একদিন আঘে। ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার জন্য বিপক্ষ দল সরকারের বিরোধিতাতে ব্যস্ত। শাহ কড়া ভাষায় বলেন, সরকার দ্বারা এই শক্ত পদক্ষেপ সকলকে একটা স্পষ্ট সঙ্কেত দিয়ে দিয়েছে। বিজেপি অধ্যক্ষ বলেন, “১০ বছরের সোনিয়া-মনমোহন রাজে প্রত্যেক মাসে একটা না একটা কেলেঙ্কারি লেগেই থাকত।

২ জি, সিডব্লুিিজ, কোল ব্লক কেলেঙ্কারি, আদর্শ হাউসিং সোসাইটি, বিমান কেনাকাটায় কেলেঙ্কারি তার মধ্যে কয়েকটা। এর মাধ্যমে কংগ্রেস নেতারা ১২ লক্ষ কোটি টাকা জমিয়েছিলেন। যেটা ৩ টি সাধারন বাজেটের সমান। মোদি এগুলিকে শুধু আবর্জনায় পরিনত করে দিয়েছেন। ৮ নভেম্বর রাত থেকে কংগ্রেসী নেতাদের চেহারার চমক উধাও হয়ে গেছে।

বিজেপি অধ্যক্ষ অন্যান্য বিরোধীদেরও রেহাই করেননি। তিনি কেজরিওয়াল, মমতা ব্যনার্জী এবং মুলায়েম সিংকেও একপ্রকার হামলা করেন। শাহর মতে, এরা সবথেকে বেশি চিন্তায় আছেন। কিন্তু এর কারন লুকিয়ে রাখছেন। ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়াতে কালোটাকা রাখা লোকেরা চিন্তায় আছেন। সাধারন মানুষ নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি