শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পকে সতর্ক করলেন নিউইয়র্কের মেয়র অভিবাসী রক্ষায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৬

ovibasi-550x344
পূর্বাশা ডেস্ক:

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সাক্ষাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহেরর মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, শহরের অভিবাসী পরিবারগুলো অভিবাসীদের নিয়ে তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে শঙ্কায় আছেন।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে বৈঠক শেষে নিউইয়র্কের ডেমোক্রেট দলীয় এই মেয়র জানান, নথিভূক্ত নয়- এমন অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার হাত থেকে বাঁচানোই তার লক্ষ্য হবে বলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন।

ডি ব্লাসিও ছাড়াও ওয়াশিংটন এবং লস এ্যাঞ্জেলো শহরের মেয়ররাও বলেছেন, শহরের মানুষকে দেশান্তরিত হবার হাত থেকে রক্ষা করতে তারও সচেষ্ট।

তিনি আরো জানান, তাদের দুজনের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, অভিবাসীদের দেশান্তরিত করা হলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে।

অপরাধের ইতিহাস আছে এমন ৩০ লাখ অভিবাসীকে দেশ থেকে বিতারিত করা কিংবা বন্দি করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

এদিকে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেঞ্চ। বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জানুয়ারীর ২০ তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন তখন সবকিছু ঠিকঠাক চলবে বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেঞ্চের সাথে এক বৈঠক শেষে জো বাইডেন বলেন, নতুন সরকার গঠনের কাজটা কখনোই সহজ নয়। তাই যেকোন প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা হাত বড়াতে প্রস্তুত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি