শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিট রমনিকে পররাষ্ট্র মন্ত্রীর পদে ভাবছেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

 

met-romney-550x335

ডেস্ক রিপোর্ট: মার্কিন রাজনীতির চিরাচরিত পথ ধরেই এগিয়ে যাচ্ছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন গণমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, ‘ডোনাল্ড ট্রাম্প মিট রমনিকে তার পররাষ্ট্র মন্ত্রীর পদে ভাবছেন। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র মিট রমনির পররাষ্ট্র মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।’

মার্কিন গণমাধ্যম এনবিসি’র প্রতিবেদনে বলা হয়, ১৯ নভেম্বর, শনিবার ডোনাল্ড ট্রাম্প মিট রমনির সঙ্গে দেখা করবেন। মিট রমনি ২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ম্যাসাচুসেটসের গর্ভনর ছিলেন।

রিপাবলিকান দলের এই সিনিয়র নেতা ট্রাম্পের নীতি ও অবস্থানের জন্য তাকে ভোট দেবেন না বলেও জানিয়েছিলেন এবং ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন। মার্চে রমনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ধোঁকাবাজ এবং জালিয়াত। তার প্রতিশ্রুতি ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মতই মূলহীন। ট্রাম্পও মিট রমনিকে বলেছিলেন ২০১২ সলে তিনি একজন দুর্বল রিপাবলিকান প্রার্থী ছিলেন।

কিন্তু নির্বাচনে ট্রাম্পের জয় লাভের পরপরই রমনি টুইটারে ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, নতুন প্রেসিডেন্টের জন্য শুভ কামনা। তাঁর বিজয়ী ভাষণ রিপাবলিকানদের নীতি এবং আদর্শের প্রতিফলন।

পররাষ্ট্র মন্ত্রীর জন্য ইতিমধ্যে ট্রাম্প নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন, সাবেক টেনেসি সিনেটর বব ক্রুকার, সাউথ ক্যারোলিনার গভর্নর নিকি হালে’র সাক্ষাৎকার নিয়েছেন। এদের মধ্য থেকে কে চূড়ান্তভাবে মনোনীত হবেন তা ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না। তবে ট্রাম্প কাকে নির্বাচন করবেন এসব নিয়ে সিনেটর বব ক্রুকার সিএনএনকে বলেন, নির্বাচনে ট্রাম্পের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে থেকে কাউকে হয়ত তিনি বাছাই করবেন।

সূত্র: সিএনএন, এনবিসি ও দ্য হিল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি