বৃহস্পতিবার,১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনা এখনও শীর্ষে, ব্রাজিল দ্বিতীয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

259369_1
পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

ফিফার নতুন র‌্যাংকিংয়ের ঘোষণার কথা ছিল আগামী ২৪ নভেম্বর। কিন্তু এর আগেই ঠিক হয়ে গেছে দলগুলোর অবস্থান। বিশ্বকাপ বাছাইয়ের টানা চার ম্যাচ হারার পরও র‌্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রাখছে আর্জেন্টিনা। তবে দারুণ ছন্দে থাকা ব্রাজিলও ব্যবধান কমিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে থাকা জার্মানি ব্রাজিলকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে।

দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০১০ বিশ্বকাপের আগে থেকেই ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারেনি ব্রাজিল। ওই বিশ্বকাপের পর থেকে গত ছয় বছরে ব্রাজিলের এবারের দ্বিতীয় স্থানে ওঠাটাই হবে সর্বোচ্চ র‌্যাংকিং।

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনা হারলেই শীর্ষে উঠে যেত ব্রাজিল। তবে ঘরের মাঠের ম্যাচটি ৩-০ গোলে জেতায় ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হচ্ছে মেসিরা।

গত শুক্রবার (১১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুকে ২-০ গোলে হারায় ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়ার ফলাফল হিসেবেই র‌্যাংকিংয়ে তাদের এই অবস্থান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি