বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কক্সবাজারে চালু হচ্ছে আরও ১৩ প্রাইমারি স্কুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

prathomik-school
পূর্বাশা ডেস্ক:

আগামী মাসের শেষ দিকে কক্সবাজার জেলার ডজনখানেক স্কুলবিহীন গ্রামে চালু হচ্ছে নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়বিহীন এলাকায় ‘১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় এই স্কুলগুলো স্থাপিত হয়েছে।

নতুন বিদ্যালয়গুলো চালু হলে প্রায় ১০ হাজার শিশু পড়ালেখার সুযোগ পাবে। ফলে শিক্ষার সুযোগ দোরগোড়ায় পৌঁছে যাবে পিছিয়ে পড়া এসব গ্রামে।

জেলা শিক্ষা বিভাগ জানায়, ২০১৩ সালে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার সারাদেশে ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় কক্সবাজারে ১০৪টি নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছিল। তারমধ্যে অনুমোদন পাওয়া গেছে ৫০টির। এরমধ্যে জমি-জমাসহ নানা জটিলতায় ঝুলে আছে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ। বাকী ৪২টি স্কুলের ভবন নির্মাণের জন্য কার্যাদেশ দেয়া হয়েছে। কাজ শেষে ২৯টি স্কুল হস্তান্তরও করা হয়েছে। এরমধ্যে চালু করা হয়েছে ২৪টি স্কুল। বাকী ১৩টি স্কুলের ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসে অধিকাংশ ভবন হস্তান্তর করা হবে। এরপরই নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ জানুয়ারী থেকে চালু করা হবে স্কুলগুলো। তবে এ বছর নতুন কয়টি স্কুল চালু করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনে। তাদের মতে, আগে হস্তান্তরিত ৫ টি স্কুলসহ মোট ডজনখানেক স্কুল চালু হতে পারে এ বছর। সে অনুযায়ী শিক্ষক বরাদ্দও চাওয়া হয়েছে।

জানা যায়, কক্সবাজার জেলার জন্য অনুমোদিত নতুন বিদ্যালয়ের মধ্যে রয়েছে কক্সবাজার সদরে ৪টি, রামুতে ৬টি, চকরিয়ায় ৮টি, পেকুয়ায় ১২টি, কুতুবদিয়ায় ৪টি, মহেশখালীতে ৫টি, উখিয়ায় ৬টি ও টেকনাফে ৫টি। এরমধ্যে ভবন নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে কক্সবাজার সদরে ২টি স্কুল, রামুতে ২টি, চকরিয়ায় ৪টি, পেকুয়ায় ৮টি, কুতুবদিয়ায় ৩টি, মহেশখালীতে ২টি, উখিয়ায় ৫টি ও টেকনাফে ৩টি। তবে এসব স্কুলের মধ্যে কক্সবাজার সদরে ১টি, রামুতে ২টি, চকরিয়ায় ৪টি, পেকুয়ায় ৫টি, কুতুবদিয়ায় ৩টি, মহেশখালীতে ২টি, উখিয়ায় ৪টি ও টেকনাফে ৩টি স্কুল ইতোমধ্যে চালু হয়েছে। এছাড়া কাজ চলমান রয়েছে কক্সবাজার সদরে ২টি, রামুতে ৪টি, চকরিয়ায় ১টি, পেকুয়ায় ২টি, মহেশখালীতে ৩টি ও টেকনাফে ১টি স্কুল। কার্যাদেশ দেয়া সবগুলো ভবনের নির্মাণ কাজ শেষ হলে নতুন শিক্ষাবর্ষ থেকে মোট ১৮টি স্কুল চালু করা যাবে। তবে ঠিকাদারদের গড়িমসি ও সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির অভাবে কয়েকটি স্কুলের কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানা যায়।

কক্সবাজার জেলা শিক্ষা অফিসার এবিএম সিদ্দিকুর রহমান বলেন, এই পর্যন্ত হস্তান্তরিত স্কুলগুলোর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া চলতি বছর আরো কিছু ভবন হস্তান্তর করা হলে সেগুলোর জন্যও শিক্ষক বরাদ্দ চাওয়া হবে। তবে নতুন শিক্ষাবর্ষ থেকে কতটি স্কুল চালু করা যাবে, সেবিষয়ে তিনি কোন তথ্য দিতে পারেননি। এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর কাছে জানতে চাইলে তিনি জানান, এ সংক্রান্ত বিষয়ে প্রত্যেক উপজেলায় সর্বশেষ তথ্য চাওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সর্বশেষ তথ্য পেলে সঠিক পরিসংখ্যান দেয়া যাবে।

জানা যায়, উক্ত প্রকল্পের আওতায় কক্সবাজার শহরতলীর দরিয়ানগর বড়ছড়াতেও একটি স্কুল চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে স্কুল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী রয়েছে শুধু রঙের কাজ। স্কুলবিহীন পিছিয়ে পড়া এই গ্রামে নতুন বিদ্যালয়টি চালু হলে ৫ শতাধিক শিশু পড়ালেখার সুযোগ পাবে। স্কুলটি চালুর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন দরিয়ানগর গ্রামবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি