রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কারও ক্ষমতা নেই বাংলাদেশকে পিছিয়ে রাখার : প্রধানমন্ত্রী


কারও ক্ষমতা নেই বাংলাদেশকে পিছিয়ে রাখার : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

bd-pratidin-20-11-16-f-17

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্মিলিত উদ্যোগে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছি। আগামীতে এ কাজে আরও সফল হব। বাংলাদেশ এগিয়ে যাবে। কারও ক্ষমতা নেই বাংলাদেশকে পিছিয়ে রাখার। গতকাল গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিন ঘণ্টাব্যাপী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী ও উন্নয়ন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ। এখানে সন্ত্রাস আর জঙ্গিবাদের কোনো স্থান হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, প্রশাসন এবং আইনশৃঙ্খলা সংস্থাসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে সম্মিলিতভাবে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। মানুষকে বোঝাতে হবে, এই পথ শান্তির পথ না, এই পথ নিরাপদ পথ না। এই পথ কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না। শেখ হাসিনা বলেন, বিএনপির আন্দোলন মানে জ্বালাও-পোড়াও, সন্ত্রাস আর মানুষের ভাগ্য নিয়ে খেলা। বিএনপির আন্দোলন মানেই জনগণকে পুড়িয়ে মারা এবং খুন-খারাবি করা। আসলে তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তারা উন্নয়ন ও অগ্রগতিতেও বিশ্বাস করে না। তিনি বলেন, গুলশানের কার্যালয়ে বসে খালেদা জিয়া বিরানি খেয়েছেন এবং বাইরে মানুষ পুড়িয়ে মেরেছেন। এটাই ছিল তার আন্দোলন। তারা নির্বাচনে আসে নাই। এটা ছিল খালেদা জিয়া ও তার দলের সিদ্ধান্ত। আজকে তারা তো অফিশিয়ালি বিরোধী দলও নয়। নির্বাচনে না এলে সে দায় জনগণ নেবে কেন? অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়ের সঙ্গে মন খুলে কথা বলুন। তারা কোথায় কী করে খেয়াল রাখবেন। এর আগে প্রধানমন্ত্রী সমুদ্রসম্পদ অনুসন্ধানের জন্য জরিপ জাহাজ ‘এমভি মিন সন্ধানী’ উদ্বোধন করেন। চট্টগ্রাম থেকে ভিডিও কনফারেন্সে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের এক কোটি ৮২ লাখ মত্স্য আহরণকারীর কথা উল্লেখ করে বলেন, এমভি মিন সন্ধানীর প্রয়োজনীয়তা ছিল। চলতি বছরের ৯ জুন এমভি মিন সন্ধানী মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে। আগামী মাস থেকে জাহাজটি বঙ্গোপসাগরে মত্স্য ও সমুদ্রসম্পদ অনুসন্ধানের কাজ শুরু করবে। গণভবনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি