রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

sirajgonj-photo-3_250676

পূর্বাশা ডেস্ক:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে সয়দাবাদ এলাকায় পার্বতীপুর থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনসহ  সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপার ইকোর্পাকের পাশে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে বিভাগের স্থানীয় উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছার পর প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পর্যায়ক্রমে ইঞ্চিনের পিছনে থাকা ছয়টি বগিও লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী ডিভিশনের ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও) শওকত জামিল মোহসী জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য বিকেল তিনটার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ছয়ঘণ্টা লাগতে পারে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি