রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আইভীকে সমর্থন না দিলে শামীমকে মূল্য দিতে হবে: আওয়ামী নীতি নির্ধারক


আইভীকে সমর্থন না দিলে শামীমকে মূল্য দিতে হবে: আওয়ামী নীতি নির্ধারক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

017645939_30300

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন না দিলে শামীম ওসমানকে কোন ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা। ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে আসেননি নারায়ণগঞ্জের নেতারা।

এদিকে আইভী ও শামীম ওসমানসহ নেতাদের মঙ্গলবার সন্ধায় গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের দ্বন্দ দীর্ঘ দিনের। ২০১১ সালে দলের সমর্থন না পেলেও ১ লাখের বেশি ভোটের ব্যবধানে মেয়র পদে শামীমকে হারান আইভী।

তবে এবারের নির্বাচনে দলের সব নেতা যেন আইভীকে বিজয়ী করতে কাজ করে সেজন্য তৎপর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয়ভাবে তাদের মধ্যে দ্বন্দ রয়েছে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কথা বলে থাকে। এই নির্বাচনটা দলের। এখানে আইভী কোন বিষয় না। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি, নৌকার প্রতিনিধি। তাকে জেতানোর দায়িত্ব সকলের। শামীম ওসমান এমপি না কি সেটা বিবেচ্য বিষয় না। দলের কর্মী হিসাবে তার নৈতিক দায়িত্ব আমরা যাকে মনোনয়ন দিয়েছি তাকে সমর্থন করা। সে যদি তার দায়িত্ব পালন না করে এজন্য তাকে মূল্য দিতে হবে’।

আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দল থেকে আমাদের সিদ্ধান্ত আছে এবারের এই সিটি করপোরশন নির্বাচনে দলের নেতা-কর্মীরা যদি সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এক বৈঠকের আয়োজন করা হয়েছে’।

এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আইভীকে সমর্থন না দিলে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে চড়া মূল্য দিতে হবে বলে হুশিঁয়ার করে দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলেন কেউ দলের সীন্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

দলের মনোনয়ন বোর্ডের সিন্ধান্ত মেনে সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করবেন নীতি নির্ধারকেরা।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি