রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাসিকে অংশগ্রহণ সর্বশেষ টেস্ট কেইস: মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

260280_1

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেসন নির্বাচনে অংশ নেয়া বিএনপির সর্বশেষ টেস্ট কেইস বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, চ্যালেঞ্জের মুখে সুন্দরবন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

খন্দকার মোশাররফ বলেন, নারায়নগঞ্জ নির্বাচন আমরা সর্বশেষ টেস্ট কেইস হিসেবে অংশ নিচ্ছি। আমরা দেখতে চাই, সরকারের চরিত্র ও মন-মানুষিকতার পরিবর্তন হয়েছে কিনা। আর তা না হলে বুঝবো, তাদের কাছে গণতন্ত্র আর নিরাপদ নয়। পরবর্তীতে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেসন নির্বাচনে অংশ নেয়া বিএনপির কৌশল উল্লেখ করে মোশাররফ বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা আগেও ভোটারবিহীন এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছি। সারা পৃথিবীসহ সবাই দেখেছে নির্বাচন নিয়ে কতটা প্রহসন হয়েছে। রকিবমার্কা নির্বাচন কতটা প্রহসনময় তা দেখাতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেসন নির্বাচনে অংশ নিয়েছি।

বিএনপির এই নেতা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি না করলে, বিএনপি চেয়ারপারসনেরর নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ না করলে বুঝবো সরকার জনগণের পক্ষে নয়।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি