শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লাকে ১৭১ রানের লক্ষ্য দিল ঢাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

dhaka-dynamites

পূর্বাশা ডেস্ক:

বিপিএলে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।  প্রথমে ব্যাট করে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭০ রান।

বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২৭তম ম্যাচে শনিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় মাঠে নামে সাকিব আল হাসানের ঢাকা ও মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা।

ঢাকার হয়ে ওপেনিং জুটিতে নামেন কুমারা সাঙ্গাকারা এবং মেহেদি মারুফ। তাদের জুটি করে ৩৮ রান। ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন মারুফ। সাঙ্গাকারা ও জয়াবর্ধনে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে আফগান বোলার রশিদ খান তাদের দু’জনকেই সরাসরি বোল্ড আউট করে সাজঘরে ফেরান। সাঙ্গাকারা ৩৩ রান ও জয়াবর্ধনে ৩১ রান করেন।

এরপর অধিনায়ক সাকিব ও মোসাদ্দেক হোসেন দলের হাল ধরার চেষ্টা করেন। এ জুটি থেকে দলে ৪৬ রান আসে। মোসাদ্দেক ১৮ দুটি চার ও একটি ছক্কার মারে ২৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে বিদায় নেন। এদিন সাকিবের ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। এছাড়া সিকুজি প্রসন্ন ৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন।

কুমিল্লার হয়ে রশিদ খান ২টি এবং নাবিল সামাদ ও সোহেল তানভীর ১টি করে উইকেট নেন।

ঢাকা ডায়নামাইটস একাদশ : মেহেদি মারুফ, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সিকুজি প্রসন্ন, ডোয়াইন ব্রাভো, সানজামুল ইসলাম, নাসির হোসনে, আবু জায়েদ, মোহাম্মদ শহিদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, খালিদ লতিফ, ইমরুল কায়েস, আহমেদ শেহজাদ, রশিদ খান, মাশরাফি মর্তুজা, সোহেল তানভীর, মোহাম্মদ শরিফ, লিটন দাস, আল আমিন, নাবিল সামাদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি