শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বের শীর্ষ ধনী ফের সুইসরাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৬

261256_1

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের সবচেয়ে বিত্তবানদের দেশ হিসেবে চলতি বছরও শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। টানা ১৬ বছর ধরে সুইসরা এই তালিকার শীর্ষে রয়েছে ৷     এই তথ্য জানিয়েছে ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’।

সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ অনুযায়ী টানা ১৬ বছর বিশ্বের সেরা ধনীর খেতাব ধরে রাখা ইজারল্যান্ডের নাগরিকদের সম্পদের পরিমাণ গড়ে ৫ লক্ষ ৬১ হাজার ৯০০ ডলার৷ দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র৷ একজন মার্কিন নাগরিকের সম্পদের পরিমাণ গড়ে ৩ লক্ষ ৪৪ হাজার ৭০০ ডলার৷ এরপরই আছে ব্রিটিশরা৷ তাদের মানুষ প্রতি সম্পদের পরিমাণ গড়ে ২ লক্ষ ৮৮ হাজার ৮০০ ডলার৷

ধনীদের গড় তালিকায় সুইসরা এগিয়ে থাকলেও ব্যক্তিগত সম্পদের হিসেবে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্লোবাল ওয়েলথ রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে ৫০ মিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক এমন মানুষের সংখ্যা এখন ১ লক্ষ ৪০ হাজার ৯০০ জন৷ এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন ৭০ হাজার ৪০০ জন, চীনের ১১ হাজার, জার্মানিতে ৬ হাজার ১০০ আর সুইজারল্যান্ডে এমন বিত্তবান মাত্র ৫ হাজার।

সারা বিশ্বে প্রায় ৩৩ মিলিয়ন মানুষ আছেন যাঁদের সম্পদের পরিমাণ এক থেকে ৫০ মিলিয়ন ডলারের মধ্যে৷ এর মধ্যে যুক্তরাষ্ট্রের ধনী আছেন ৪৫ শতাংশ৷ আর ইউরোপ থেকে আছেন ৩০ শতাংশ৷ চীনের ৫ শতাংশ নাগরিক এই গ্রুপের সদস্য৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি