রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্রলীগের নামে অপকর্ম সহ্য করা হবে না: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

261622_1

ডেস্ক রিপোর্টঃ

ছাত্রলীগের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত করার যে শপথ গ্রহণ করেছেন সেখানে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।’

 রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে হবে। ছাত্রলীগকে সাধারণ জনগণের কাছে আকর্ষণীয় হতে হবে। ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে হবে।’

‘ছাত্রলীগের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না। ছাত্রলীগ সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে উদ্যোগ নিয়েছেন তা যথার্থ।’

তিনি শিক্ষার্থীদের প্রতি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার আহ্বান জানান। তিনি বলেন, পড়াশুনা না করে যোগ্য নেতা হওয়া সম্ভব নয়। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। প্রযুক্তির সঙ্গে সবাইকে পরিচিত হতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকলকে কাজ করতে হবে।

আগামী নির্বাচনকে সামনে রেখে নেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। রাজনীতিতে ত্যাগ স্বীকার করলে, ধৈর্য্য ধারণ করলে এর মূল্যায়ন পাওয়া যায়। মূল্যায়িত হওয়ার জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে আদর্শ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও সম্মেলনের উদ্বোধক ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সম্মেলনের প্রধান বক্তা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ইতিহাসে প্রথমবারের মতো আজ (২৭ নভেম্বর) হল সম্মেলন অনুষ্ঠিত হলো ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি