রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

1480234546
পূর্বাশা ডেস্ক:
পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান যুগ যুগ ধরে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে।’
রবিবার রাত আটটার দিকে নরসিংদীর শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়াধামে হিন্দু ধর্মাবলম্বীদের এক সম্প্রীতি সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে ব্রাহ্মনবাড়ীয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা, মন্দির ভাঙচুর ও বাড়িঘর লুটপাটসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে এ সম্প্রীতি সভা আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলছে।’
এ সময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার আহ্বান  জানান।
এতে অন্যান্যদের মধ্যে নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল, প্রবীণ হিন্দু ধর্মীয় নেতা নীল রতন চক্রবর্তী, বিনোদ সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক সাহা প্রমুখ বক্তব্য রাখেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি