রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বের প্রথম ৮ সস্তা শহরের ৪টি ভারতের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

city3

পূর্বাশা ডেস্ক:

বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে কম খচর হওয়া শহরের একটি তালিকায় প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। যা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসিডার। তালিকায় প্রথম ৮ সস্তা শহরের মধ্যে পাঁচটিই দক্ষিণ এশিয়ার। বাকি তিনটা নগরীর মধ্যে একটি মধ্য এশিয়ার, অন্য দুটি শহর আফ্রিকার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তালিকায় চারটি শহর ভারতের। যেখানে রয়েছে দেশটি রাজধানী ও বাণিজ্যিক নগরীও।

১. আফ্রিকা মহাদেশের রাষ্ট্র জাম্বিয়ার রাজধানী লুসাকা। শহরটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দ্রুত উন্নয়নশীল নগরীগুলোর মধ্যে অন্যতম।

২. ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু

৩. ভারতের বাণিজ্যক রাজধানী খ্যাত মুম্বাই নগরী।

৪. আলজিয়ার্স, আলজেরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। এছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকার প্রধানতম সমুদ্র বন্দর।

৫. চেন্নাই, ভারত

৬. করাচি, পাকিস্তান

৭. কাজাখস্তানের বৃহত্তম মেট্রোপলিটন সিটি আলমাটি।

৮. ভারতের রাজধানী শহর নয়া দিল্লি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি