শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাকরির প্রলোভনে ৭ মাস আটকে রেখে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

dsc03310-900x450-550x358
পূর্বাশা ডেস্ক:

চাঁদপুরের এক তরুণীকে চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে ৭ মাস ধরে আবদ্ধ রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ায় তার গর্ভ নষ্ট করতে ভুল ওষুধ খাওয়ানো হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মুমূর্ষু অবস্থায় গত শনিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে তাকে ভর্তি করানো হয়। তার সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুর সদরের তরুণীর অভাবের সংসার, নাবালিকা থেকে সাবালিকা হওয়ার পরই বাবার সংসারের হাল ধরতে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন।

এর মধ্যে মুঠোফোনে পরিচয় হয় চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া গ্রামের হাসান খানের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে।

মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী এ প্রতিবেদককে জানান, ৭ মাস আগে প্রতারক জাহাঙ্গীর তাকে চট্টগ্রামে বেশি টাকা বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদপুরে নিয়ে আসে। খাবারের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে এখানে এনে একটি আবাসিক হোটেলে রেখে তাকে ধর্ষণ করে এবং অনেকটা অচেতন অবস্থায় পরে চট্টগ্রাম নিয়ে যায়।

সেখানে নিয়ে কোনো চাকরিতে না দিয়ে বরং তরুণীকে চট্টগ্রাম ঈদগাহ এলাকার ভাই ভাই নামে একটি আবাসিক হোটেলের বড় কক্ষে তালাবদ্ধ করে রাখে। রেশমার ব্যবহৃত মোবাইল সেট, সিম কার্ড, সাথে থাকে কাগজপত্র নষ্ট করে ফেলে। এতে করে তরুণী তার বাড়িতে কোনো যোগাযোগ করতে না পেরে অসহায় হয়ে পড়ে।

তরুণী পরের ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নার্সদের সহযোগিতায় হাসপাতালে বেডে শয়ন অবস্থা থেকে উঠে বসার চেষ্টা করেও ব্যর্থ হয়।

লোমহর্ষক বিবরণ দিয়ে তরুণী জানায়, ‘আমি সেখান গিয়ে প্রথমে কিছু বুঝতে পারেনি। ওই আবাসিক হোটেলে আরও কিছু মেয়েকে আবদ্ধ দেখতে পাই। যাদের দিয়ে জোরপূর্বক নোংরা কাজ করানো হয়। পরবর্তীতে আমাকেও একাধিক পুরুষের সঙ্গে নোংরা কাজে বাধ্য করা হয়। এতে রাজি না হলে জাহাঙ্গীর আমাকে না খাইয়ে রাখতো এবং খুব মারধর করতো। তার মারধরের ভয়ে নোংরা কাজে বাধ্য হতাম।’

তরুণী আরও জানায়, এভাবে নির্যাতিত হয়ে ২ মাসের অন্তঃসত্তা হয়ে পড়লে জাহাঙ্গীর তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য কোনো প্রকার চিকিৎসকের কাছে না নিয়ে নিজের ইচ্ছেমতো জোরপূর্বক ওষুধ খাইয়ে দেয়। এতে টানা কদিন তরুণীর প্রচ- রক্তক্ষরণ হতে থাকে। অবস্থা বেগতিক দেখে জাহাঙ্গীর চট্টগ্রাম থেকে সাগরিকা এক্সপ্রেসযোগে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর কালীবাড়ি কোর্টস্টেশনে নিয়ে আসে। চাঁদপুরে আসার পর প্রচ- রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়লে জাহাঙ্গীর তাকে প্ল্যাটফর্মের পাশে ফেলে রেখে লাপাত্তা হয়ে যায়।

তরুণীকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন সদরের বাকিলা মনিহার গ্রামের বাসিন্দা নাসরিন বেগম নামে এক পথচারী।

তিনি জানায়, ‘এক বৃদ্ধ লোক রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে হাতজোড় করে আমি একজন নারী হিসেবে আরেকজন নারীকে সাহায্য করতে অনুরোধ করি। ওই বৃদ্ধ লোকের অনুরোধে আমি তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। এখানে এসেও তার রক্তে হাসপাতালের ফ্লোর ও বিছানা রক্তাক্ত হয়ে যায়।’

এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণী এখন মৃত্যুশয্যায়। চিকিৎসক জানিয়েছে তার এ+ (পজেটিভ) ৪ ব্যাগ রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। সর্বশেষ খবরে ১ ব্যাগ রক্তের ব্যবস্থা করতে পেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানায়, ‘পথচারীরা ওই তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। রক্তশূন্যতা পূরণে অন্তত ৪ ব্যাগ রক্তের প্রয়োজন এর মধ্যে মাত্র ১ ব্যাগ আমরা দ্রুত ব্যবস্থা করে দিতে পেরেছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি