শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা গণহত্যায় টরন্টোর ‘জিরো পয়েন্টে’ প্রবাসীদের প্রতিবাদ-


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

rohingya_dundassquare_1-550x413

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারে ক্রমবর্ধমান সামরিক গণহত্যা, ধর্ষণ ও বিতাড়নের শিকার রোহিঙ্গা মুসলিমদের স্বপক্ষে টরন্টোর ‘জিরো পয়েন্ট’ খ্যাত ইয়ং-ডানডাস স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেড় শতাধিক নারী-পুরুষ।  তীব্র শীতের মাঝে গত ৪ ডিসেম্বর বিকেলে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কানাডার এই জনবহুল মিলনকেন্দ্রে জড়ো হন। তাদের প্ল্যাকার্ডে শুধু রোহিঙ্গাদের সুরক্ষায় মানবাধিকারের দাবিটিই স্থান পায়নি, বরং চলমান পরিস্থিতিতে মিয়ানমার সরকারের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের প্রতিও তীর্যক মতামত তুলে ধরা হয়েছে।

  পাশাপাশি সেদিন টরন্টোর বহুল প্রচারিত দৈনিক মেট্রো নিউজে কুয়ালালামপুরে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমাবেশ নেতৃত্বের সচিত্র খবরটিও অতি গুরুত্বে স্থান পেয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস পরিবেশিত এ খবরটির শিরোনাম ছিল: মালয়েশিয়ান পিএম লিডস প্রোটেস্ট অ্যাগেইনস্ট ‘জেনোসাইড’ অব রোহিঙ্গা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি