বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাবলিক বিশ্ববিদ্যালয়ের আকার বাড়ছে বাজেটের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

ugc_48020161206213307
পূর্বাশা ডেস্ক:

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

এছাড়াও সভায় ২০১৬-২০১৭ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০১৭-২০১৮ অর্থ বছরের মূল বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. শাহ নেওয়াজ আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. খালেদ, এফসিএমএ পরিচালক। এতে স্বাগত বক্তব্য দেন অর্থ ও হিসাব বিভাগ মো. মিজানুর রহমান।

সভা সূত্রে জানা গেছে, এবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাবদ বাজেট বাড়ানোর প্রস্তাবে সবাই সম্মতি দিয়েছেন। এছাড়াও সভায় বাজেটের আকার ও বিভিন্ন ধরনের আর্থিক বিষয়াবলি এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আলোচনায় প্রাধান্য পায়। সরকারি বিভিন্ন বিধিনিষেধ ও ইউজিসির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক, অতিরিক্ত পরিচালক ও বাজেট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি