শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

image-9892
পূর্বাশা ডেস্ক:

প্রায় চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রত্যাশিত কাউন্সিল হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। জমে উঠেছে রাজনৈতিক মাঠ। এদিকে সম্মেলনে কাঙ্খিত গুরুত্বপূর্ণ দু’টি পদে পেতে মরিয়া হয়ে ওঠেছে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু। সম্মেলনের উদ্ভোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, মো. সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এম. পি। প্রধান বক্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, বর্তমান কমিটির মেয়াদ অনেক আগে শেষ হলেও দীর্ঘ প্রতিক্ষার পর আজ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৯ নভেম্বর কেন্দ্র থেকে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের কাছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ৭০জন প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা যায়।

সভাপতি প্রত্যাশীদের মধ্যে রয়েছে বর্তমান কমিটির সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল, তন্ময় আনন্দ অভি, আতিকুর রহমান সুমন, দেলাওয়ার হোসেন ডিলস, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাহানুর শাকিল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, মেহেদী হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ-আল গালিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনিক সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজা, বঙ্গবন্ধু হলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ আরো অনেকে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাছকিন পারভেজ শাতিল, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ কৌশিক, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো. সালেহ, ক্রীড়া সম্পাদক কাজী আমিনুল ইসলাম লিংকন, সদস্য সাকিবুল হাসান বাকি, আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ হবিবুর রহমান হলের সভাপতি মামুনুর রশিদ, আমীর আলী হল সভাপতি নাজমুল হাসান সজল, বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক রাজিব হাসান (বিবাহিত), মতিহার হলের সভাপতি শরিৎ কাইউম তালুকদার, সৌমিক সারওয়ার সম্রাট, গিয়াস উদ্দিন, অনিক মাহমুদ বনিসহ আরা অনেকে।

গুরুত্বপূর্ণ দুটি পদের জন্য ইতিমধ্যে লভিং-গ্রুপিং শুরু করেছেন প্রায় অর্ধশত নেতাকর্মী। এদের মধ্যে এগিয়ে রয়েছেন, ফয়সাল আহমেদ রুনু, মেহেদী হাসান রাসেল, গোলাম কিবরিয়া, মিনারুল ইসলাম, তাসকিন পারভেজ শাতিল, তন্ময় আনন্দ অভি, শাহানুর শাকিল, সাকিবুল হাসান বাকি, টগর মোহাম্মদ সালেহ, শরিফুল ইসলাম সাদ্দাম, মোস্তাকিম বিল্লাহ।

সার্বিক বিষয়ে জানতে চাইলে মুঠোফোনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, নেতৃত্বে আসতে হলে অবশ্যই নিয়মিত ছাত্র, বয়স ২৯ বছরের মধ্যে ও অবিবাহিত হবে। এছাড়া বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়া চলবে না। এসব দিক ঠিক থাকলে আরো অন্যান্য পজিটিভ গুণাবলি দেখে নেতা নির্বাচন করা হবে।

তিনি আরো বলেন, রাবিতে অধিকাংশই শিক্ষার্থী রাজশাহীর বাইরে থেকে আসা। সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং সব দিক বিবেচনা করেই কমিটি দেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ জুলাই মিজানুর রহমান রানাকে সভাপতি ওএসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই দুজন নেতাও রাজশাহীর স্থানীয় ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি