শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

image-9897
পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির আগামী এক বছরের কার্যকরী পরিষদ নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ২টা পর্যন্ত।

এ বছর শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের অতীতের কাজের মাধ্যমে পুনরায় নির্বাচিত হবে নীল দল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনে নীল দলের প্রার্থী সভাপতি পদে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক রহমত উল্ল্যাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. আবদুস ছামাদ, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া,

সদস্য পদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. ইমদাদুল হক, অধ্যাপক মাহবুবা নাসরীন, অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক মো. বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক এস এম আবদুর রহমান, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক মো. আফতাব আলী শেখ, অধ্যাপক বিমান চন্দ্র বড়ূয়া ও সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।

সাদা দলের প্রার্থী- সভাপতি পদে অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. লুৎফর রহমান, সহ-সভাপতি পদে অধ্যাপক লায়লা নূর ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. মোর্শেদ হোসেন খান, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক গোলাম রাব্বানী।

সদস্য পদে রয়েছেন- অধ্যাপক ইয়ারুল কবীর, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক মো. আব্দুল করিম, অধ্যাপক মো. আসলাম হোসেন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক হোসনে আরা বেগম।

গোলাপি দলের প্রার্থী- সভাপতি পদে অধ্যাপক এম এম আকাশ, সহ-সভাপতি পদে অধ্যাপক নেহাল করিম, সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি